[bangla_date] || [english_date]

 

ঢাকা প্রতিনিধি *

জধানীর গোলাপবাগে অগ্নিকাণ্ডের পর বেনাপোল এক্সপ্রেস ট্রেন থেকে ৫জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৫ জানুয়ারি) ঘণ্টাব্যাপী চেষ্টা চালানোর পর ওই মরদেহগুলো উদ্ধার করা হয়।

পরে র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন জানান, ট্রেনের একটি কামরা থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঘটনার পর র‌্যাবসহ বিভিন্ন বাহিনীর গোয়েন্দারা আগুনের ঘটনার পেছনের কারণ অনুস্ধান করছেন বলেও জানান তিনি।

ইতোমধ্যে ফায়ার সার্ভিসের পাশাপাশি উদ্ধারকাজে যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

এরআগে রাত ৯টার দিকে ট্রেনটিতে আগুনের ঘটনা ঘটে। ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। পরে উদ্ধার কাজে যোগ দেন বিজিবির সদস্যরা।

আগুনে ট্রেনের চ, ছ বগি ছাড়াও পাওয়ার কারটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান আরও জানান, গোপীবাগ এলাকায় ট্রেনটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

বেনাপোল এক্সপ্রেস দুপুর ১টায় বেনাপোল ছেড়ে আসে। ট্রেনটি যাত্রাপথে ১১টি স্টেশনে বিরতি করে।

বেনাপোল এক্সপ্রেস ঢাকা-বেনাপোল রুটে চলাচলকারী একমাত্র আন্তঃনগর ট্রেন পরিষেবা যা ২০১৯ সালের ১৭ জুলাই চালু হয়। বাংলাদেশ রেলওয়ে সংস্থার পশ্চিমাঞ্চল রেলওয়ে বিভাগ কর্তৃক পরিচালিত এটি বিলাসবহুল ও অত্যাধুনিক­ একটি ট্রেন।