[bangla_date] || [english_date]

নিজস্ব প্রতিবেদক *

রোকসানা পারভীন রুবা

বাংলাদেশ আওয়ামী লীগের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সাথে প্রশিক্ষণ নিতে বাংলাদেশ মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রোকসানা পারভীন রুবা চীন গেছেন।

গত ২৫ মে ঢাকা থেকে দুপুর ১২টার ফ্লাইটে তিনি চীনের উদ্দেশ্যে যাত্রা করেন। শ্রমিক লীগ নেত্রী রুবা সেখানে চীনের কমিউনিস্ট পার্টির উদ্যোগে আয়োজিত কুনমিং প্রদেশ, হ্যাংজু, ঝেজিয়াং প্রদেশে স্বাগত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এছাড়া, তিনি বেইজিং আন্তর্জাতিক বিভাগের নেতাদের সাথে বৈঠক, বেইজিংয়ের সাংস্কৃতিক ঐতিহ্য পরিদর্শন শেষে বেইজিং থেকে রওনা হয়ে কুনমিং পৌছাবেন। কুনমিং থেকে আগামী ৬ জুন বাংলাদেশে ফিরবেন। প্রশিক্ষণ সফরে আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা শ্রমিক লীগের আরো ৫ জন সদস্য অংশগ্রহণ করছেন।

প্রসঙ্গত, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত ১৪ এপ্রিল এক চিঠিতে চীনের কমিউনিস্ট পার্টির কাছে ৫০ সদস্যের একটি তালিকা পাঠিয়েছেন। এতে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ, মহিলা শ্রমিক লীগ এবং আওয়ামী লীগের ওয়েব টিমের সদস্যরা রয়েছেন।

উল্লেখ্য, রোকসানা পারভীন রুবা প্রখ্যাত শ্রমিক লীগ নেতা মরহুম আলহাজ্ব রহমত উল্ল্যা চৌধুরীর সুযোগ্য কন্যা এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক ও রহমত উল্ল্যা চৌধুরী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক।