[bangla_date] || [english_date]

নিজস্ব প্রতিবেদক *

প্রশান্তি আবাসিক এলাকার অভ্যন্তরীণ সড়কগুলোর উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী

নগরীর উত্তর কাট্টলী ওয়ার্ডস্থ প্রশান্তি আবাসিক এলাকার অভ্যন্তরীণ সড়কগুলোর উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

মঙ্গলবার (২০ফেব্রুয়ারি) উদ্বোধন অনুষ্ঠানে মেয়র বলেন, নগরীর আধুনিকায়নে যে কাজ চলছে তা বাস্তবায়নে জনগণের সহযোগিতা প্রয়োজন। আমি রাস্তা করে দিব, ফুটপাত করে দিব আর সে রাস্তা, ফুটপাত দখল করে হকাররা মানুষকে চলতে দেবেনা তা হতে পারেনা। অনেকে বলছে, নিউ মার্কেটে আবার হকাররা দখল নেবে। আমি বলব, আমি থাকতে হকার বসতে দেবনা।

“কাজের গুনগুত মান আপনারা তদারকি করবেন, কোথাও কোনো কাজের গাফলতি ও নিম্ন মানের হলে  আমাকে অবহিত করবেন। এ শহর মেয়রের একার শহর নয়, আপনাদেরও শহর। আসুন আমরা সকলে মিলে পরিস্কার পরিছন্ন স্মার্ট নগরী গড়ে তুলি।”

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, সংরক্ষিত নারী কাউন্সিলর তছলিমা নুর জাহান রুবি, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী তাবাসসুম, আলতাফ হোসেন, ইকবাল চৌধুরী, লোকমান আলী, শফিউল আলম চৌধুরী, আবুল কালাম আবু, আবু সুফিয়ান, মনির হাজি, মো.ফারুক, দিদার প্রমুখ।

ভাষার মাসে শহিদ মিনার পেল গাহর্স্থ্য অর্থনীতি কলেজ

চসিকের গাহর্স্থ্য অর্থনীতি কলেজের নবনির্মিত শহিদ মিনারের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। মঙ্গলবার উদ্বোধনকালে উপস্থিত ছিলেন চসিকের শিক্ষা স্থায়ী কমিটির সভাপতি ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, কাউন্সিলর মোহাম্মদ ইলিয়াস, হুরে আরা বিউটি গাহর্স্থ্য অর্থনীতি সিটি কর্পোরেশন কলেজের অধ্যক্ষ আলম আখতার, রেজিয়া বেগম ছবি, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, কলেজের সাবেক সভাপতি জালাল আহম্মদ, কলেজের আজীবন দাতা সদস্য আজগর হাসান চৌধুরী।

চসিকের গাহর্স্থ্য অর্থনীতি কলেজের নবনির্মিত শহিদ মিনারের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী