[bangla_date] || [english_date]

নিজস্ব প্রতিবেদক *

পাহাড়ধসের ক্ষতি হ্রাসে পূর্ব প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখছেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চারটি ওয়ার্ড যথাক্রমে পশ্চিম ষোলশহর, শুলকবহর, উত্তর পাহাড়তলী এবং লালখানবাজার ওয়ার্ডে পাহাড়ধ্বসের কারণে সৃষ্ট ক্ষতির প্রভাব কমিয়ে আনতে জিএফএফও, সেভ দ্য চিলড্রেন এবং ইপসা ‘Child centred anticipatory action for better preparedness of communities and local institution in Northern area in Bangladesh” প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ব্যাপকভাবে কাজ করবে।

দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, কমিউনিটি ভলান্টিয়ার, চাইল্ড এন্ড ইয়ূথ গ্রুপ, রিসোর্স পুল সহ বিভিন্ন গ্রুপ কে আগাম সতর্কতা প্রদানের সিস্টেমসহ নানাবিধ প্রশিক্ষণ প্রদান, কমিউনিটি পর্যায়ে ভয়েস ম্যাসেজ প্রদান, সচেতনতামূলক সভা, ক্যাম্পেইন, শর্তবিহীন ও শর্তযুক্ত নগদ অর্থ প্রদান, রেইন গেজসহ বিভিন্ন ক্ষেত্রে ডিভাইস প্রতিস্থাপনের মাধ্যমে টেকনিক্যাল সাপোর্ট প্রদান করা হবে। সোমবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন সভাকক্ষে উল্লেখিত প্রকল্পের অবহিতকরণ সভায় বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রকল্প অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইপসা ‘র পরিচালক (সমাজ উন্নয়ন) নাছিম বানু, প্রকল্পের প্রেজেন্টেশন উপস্থাপন করেন সেভ দ্য চিলড্রেন ‘র অফিসার (এন্টিসিপেটোরি এ্যাকশন) আবু তৈয়ব, প্যানেল আলোচক ও অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউন্সিলর ছালেহ আহম্মদ চৌধুরী, আবুল হাসনাত মো. বেলাল, আব্দুস সালাম মাসুম, চসিক সচিব আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী মো. শাহীন-উল-ইসলাম চৌধুরী, তত্বাবধায়ক প্রকৌশলী ফারহাদুল আলম, দীনমনি শর্মা, উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ, সিভিল সোসাইটির প্রতিনিধি প্রকৌশলী দেলোয়ার মজুমদার, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদিকা সুলতানা, চুয়েট নগর পরিকল্পনা বিভাগের শিক্ষক শাহজালাল মিশুক, জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা (পিআইও) আব্দুল বাসেত, আরবান কমিউনিটি ভলান্টিয়ার লিডার আবু সুফিয়ান প্রমুখ। সভা সঞ্চালনা করেন ইপসার প্রজেক্ট অফিসার আতাউল হাকিম।

প্রধান অতিথির বক্তব্যে শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, চট্টগ্রাম দুর্যোগপূর্ণ এলাকা, বিশেষত পাহাড় ধসের জন্য ঝুঁকিপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত। প্রকল্পে এন্টিসিপেটরি একশন ‘র ধারণাটি বেশ অভিনব। এছাড়াও টেকনিক্যাল ডিভাইসের মাধ্যমে পূর্ব সংকেত পাওয়ার বিষয়টি নিঃসন্দেহে চমৎকার সংযোজন। এটি পাহাড়ের পাদদেশে বসবাসরত ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা আনয়নে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করি। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে প্রকল্প বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

চসিক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন সোমবার নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন চন্দ্রনগর আবাসিক এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত চন্দ্রনগর আবাসিক এলাকায় একটি মাদ্রাসার ঝুকিপূর্ণ বাউন্ডারী ওয়াল ধসে পড়ায় এবং সিটি কর্পোরেশনের নালায় নির্মাণাধীন ভবনের বর্জ্য ফেলা সহ আইন না মেনে নির্মাণকার্য পরিচালনার অপরাধে এক ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও বায়েজিদ বোস্তামী থানা পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।