[bangla_date] || [english_date]

নিজস্ব প্রতিবেদক *

যুক্তরাষ্ট্র পর্ব শেষ করে এখন ক্যারিবীয় দ্বীপে বাংলাদেশ, রয়েছে বিশ্রামে। বৃহস্পতিবার ডাচদের মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচের আগে এক সেশন অনুশীলনের সুযোগ পাবে দল। ক্যারিবিয়ান কন্ডিশনের চ্যালেঞ্জ নিতে হবে নাজমুল শান্তর দলকে। শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে। সুপার এইটে খেলতে হলে ডাচদের হারাতে হবে টিম টাইগার্সকে।

এই ভেন্যুতে টি টোয়েন্টি খেলার অভিজ্ঞতা নেই লাল সবুজের প্রতিনিধিদের। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট জয়ের সুখস্মৃতি রয়েছে বাংলাদেশের। মাত্র দুই টি টোয়েন্টির সাক্ষী সেন্ট ভিনসেন্ট স্টেডিয়াম। ২০১৩ তে সবগুলো ম্যাচেই ক্যারিবীয়দের হারিয়েছে পাকিস্তান।

এদিকে এই যখন বিশ্বকাপে বাংলাদেশ দলের পরিস্থিতি তখন আইসিসি থেকে বড় দুঃসংবাদ পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টি-টোয়েন্টির অলরাউন্ডারের শীর্ষস্থান হারিয়েছেন সাকিব। সেই সঙ্গে এক ঝটকায় নেমে গেছেন তালিকার পঞ্চম স্থানে। তবে সাকিবের দুঃসংবাদের দিনে সুসংবাদ পেয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান-তাসকিন আহমেদ-তানজিম সাকিব।

বুধবার (১২ জুন) র‌্যাঙ্কিং হালনাগাদ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তখনই এ পরিবর্তন নিশ্চিত হওয়া যায়।

অবশ্য বিশ্বকাপ শুরুর ৮ দিন আগে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে যৌথভাবে শীর্ষস্থানে ছিলেন সাকিব। এক সপ্তাহ পর বিশ্বকাপ শুরুর আগে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি পুনরায় এককভাবে নিজের করে নেন নাম্বার সেভেনটিফাইভ। তবে এবার শীর্ষস্থান হারানোর সঙ্গে একেবারে নেমে গেলেন তালিকার পঞ্চম অবস্থানে। বাংলাদেশের তারকা বাঁহাতি অলরাউন্ডারের ক্যারিয়ারে এটি এক যুগের মধ্যে সর্বনিম্ন র‍্যাঙ্কিং। সর্বশেষ ২০১২ সালের ২৫ সেপ্টেম্বর র‍্যাঙ্কিংয়ের পাঁচে নামেন সাকিব।

ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে সেরা অবস্থানে উঠে এসেছেন তাওহীদ হৃদয়। ৩২ ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠে এসেছেন এই ব্যাটার। মাহমুদউল্লাহ ৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৭২ নম্বরে।

এদিকে বোলারদের র‍্যাঙ্কিংয়ে দশধাপ উন্নতি হয়েছে মুস্তাফিজুর রহমানের। ২৩ থেকে ১৩ নম্বরে উঠে এসেছেন কাটার মাস্টার। আট ধাপ এগিয়ে ১৯ নম্বরে এখন তাসকিন আহমেদ। রিশাদ হোসেন ২৪ ধাপ এগিয়ে অবস্থান করছেন ৩০ নম্বরে।