[bangla_date] || [english_date]

নিজস্ব প্রতিবেদক *

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের কর্মকর্তা নাছির উদ্দিনকে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রাম আদালত।

২ কোটি ১১ লাখ ৭১ হাজার ১৩০ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কারাগারে ঠাই হলো তার।

মঙ্গলবার (৯ জানুয়ারি) মহানগর দায়রা জজ ড. বেগম জেবুননেছার আদালতে আত্মসমর্পণপূর্বক জা‌মিনের আবেদন করলে দীর্ঘ শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নাছির উদ্দিন পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড ওয়ার্কার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

মহানগর দায়রা জজ আদালতের পি‌পি আবদুর র‌শিদ বলেন, তার বিরুদ্ধে ২ কোটি ১১ লাখ ৭১ হাজার ১৩০ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করেছিল দুদক। আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।