[bangla_date] || [english_date]

নিজস্ব প্রতিবেদক

রোটারি ইন্টান্যাশনাল ডিস্ট্রিক্ট ৬৫ এর পাবলিক ইমেজ জোন ওয়ান বি, এসিস্ট্যান্ট পাবলিক ইমেজ কো- অডিনেটর রোটারিয়ান মিন্টু ইব্রাহিম এর উদ্যোগে বৃক্ষরোপণ

রোটারি ইন্টান্যাশনাল ডিস্ট্রিক্ট ৬৫ এর পাবলিক ইমেজ জোন ওয়ান বি, এসিস্ট্যান্ট পাবলিক ইমেজ কো- অডিনেটর রোটারিয়ান মিন্টু ইব্রাহিম এর উদ্যোগে সোমবার (১ জুলাই ) নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও ছাত্রদের মাঝে ২০০ ফলজ ও বনজ গাছের চারা বিতরণ ও খাবারবিতরণ কর্মসূচি পালন করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি পাবলিক ইমেজ জোন ওয়ান বি এসিস্ট্যান্ট কো অডিনেটর রোটারিয়ান মিন্টু ইব্রাহিম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন্টি টেরেরিজম চট্টগ্রাম বিভাগীয় এডিশনাল ডিআইজি মুহাম্মদ মুসলি।

বিশেষ অতিথি ছিলেন  নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. আব্দুর রহমান। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন রোটারিয়ান পিপি আফতাব উদ্দিন সিদ্দিকী,রোটারিয়ান পিপি এ এস কে আজিম পিন্টু, রোটারি ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়ালের রোটারিয়ান সিপি মো. নজরুল ইসলাম নান্টু, রোটারি ক্লাব অব চিটাগাং পিচের রোটারিয়ান পিপি আলী মো. নাজিম উদ্দিন, প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলম মিয়া, রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইলের প্রেসিডেন্ট মো. সাহাদাত হোসেন, স্কুলের শিক্ষার্থীনৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই, বেশি বেশি বৃক্ষরোপণ করে সবুজ প্রকৃতিকে নতুনভাবে আলোকিত করতে হবে। অতঃপর  চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় রিকশা, ভ্যান, সিএনজি চালক ও পথচারীর মাঝে ২০০ প্যাকেট রান্নাকরা খাবার বিতরণ  হয়।

ছাত্রদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ