[bangla_date] || [english_date]

নিজস্ব প্রতিবেদক *

কোটা সংস্কার আন্দোলনের আড়ালে দেশব্যাপী নাশকতায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিচ্ছেন মেয়র সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী

কোটা সংস্কার আন্দোলনের আড়ালে দেশব্যাপী নাশকতায় জড়িতদের শাস্তি দাবি করেছেন চট্টগ্রাম সিটি মেয়র (প্রতিমন্ত্রী) বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ঘোষিত নগরীর গুরুত্বপূর্ণ স্পটে বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে বুধবার (৩১ জুলাই) বহদ্দারহাট মোড়ে এক সমাবেশে দাবি জানান তিনি।

মেয়র বলেন, মুক্তিযুদ্ধে পরাজিত হওয়ার ক্ষোভ স্বাধীনতাবিরোধীরা ভুলেনি। একারণে স্বাধীনতাবিরোধীরা বিভিন্ন সুযোগে নাশকতা চালিয়ে বাংলাদেশকে ব্যর্থ প্রমাণ করতে চায়। কোটা সংস্কার আন্দোলনের আড়ালে বর্তমান সরকারকে বিপদে ফেলতে দেশি-বিদেশি কিছু অপশক্তি মিলে সারা দেশে নাশকতা চালিয়েছে। সাধারণ ছাত্ররা স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র বুঝতে পেরে ঘরে ফিরে গেলেও নাশকতাকারীরা থেমে থাকেনি। আন্দোলনের নামে টোকাই, ভাড়া করা লোক, বেকার যুবকদের দিয়ে দেশজুড়ে নাশকতা চালানো হয়েছে।

“নাশকতাকারীরা পুলিশ সদস্যদের নির্মমভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। মুরাদপুরে ৬তলা ভবন থেকে স্বাধীনতার পক্ষের ছাত্রদের নির্মমভাবে ফেলে হতাহত করেছে। ওরা দেশের গুরুত্বপূর্ণ ও জনগণের স্বপ্নের স্থাপনাগুলোকে বেছে বেছে হামলা চালিয়েছে। এই নাশকতাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তাদের সমূলে উৎপাটন করার মাধ্যমে দেশের স্বাধীনতা সুরক্ষিত করতে হবে। এদের দোসর, অর্থায়নকারী, সহায়তাকারীদেরও চিহ্নিত করতে হবে। শাস্তি না পেলে বারবার এরা আমাদের দেশের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলবে।”

সমাবেশে আরো বক্তব্য রাখেন-আব্দুচ ছালাম এমপি, সাবেক এমপি নোমান আল মাহমুদ, আবু তাহের, শহিদুল আলম শহিদ। উপস্থিত ছিলেন-হাজী সাহাবউদ্দীন, মোহাম্মদ এসহাক, সামশুল আলম, নুরু মোহাম্মদ নুরু, মোজাহেরুল ইসলাম, আনসারুল হক, ইউনুচ কোম্পানী, নুরু মোহাম্মদ নুরু, এম.আশরাফুল আলম, নুরুল আমিন মিয়া, এডভোকেট শাকিল, এসলারুল হক এসরার, নুরু মোস্তফা টিনু, নুরুল আমিন মামুন, জসিম উদ্দিন, এম এ মুছা, এডভোকেট আইয়ুব খান, নুরুল আমিন নুরু, জাহেদুল আলম, সাইফুদ্দীন খালেদ সাইফু, নিজাম উদ্দিন নিজু, আকবর আলী আকাশ, খালেদ হোসেন খান প্রমুখ।

স্বাধীনতা চিকিৎসক পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষত

স্বাধীনতা চিকিৎসক পরিষদ চট্টগ্রাম জেলা কমিটির নেতৃবৃন্দ সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত করেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর সাথে বুধবার দুপুরে নগর ভবনে সিটি মেয়রের কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ চট্টগ্রাম জেলা কমিটির নেতৃবৃন্দ।

কোটা আন্দোলনের নামে নাশকতাকারীদের হামলায় আহতদের দ্রুত চিকিৎসা দেয়ায় নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে মেয়র বলেন, কোটা সংস্কার আন্দোলনের আড়ালে সরকারকে বিপদে ফেলতে দেশি-বিদেশি  অপশক্তি সারা দেশে নাশকতা চালিয়েছে। শিক্ষার্থীরা স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র বুঝতে পেরে ঘরে ফিরে গেলেও নাশকতাকারীরা থামেনি। তিনি স্বাধীনতা বিরোধী অপশক্তিকে রুখে দিতে স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সাক্ষাতকালে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ডা. সেলিম আকতার চৌধুরী, সহসভাপতি ডা. রফিকুল মাওলা, সাধারণ সম্পাদক ডা. আরিফুল আমিন, চমেক স্বাচিপ শাখার সভাপতি ডা. রবিউল করিম, সাধারণ সম্পাদক ডা রিজয়োন রেহান।