[bangla_date] || [english_date]

সীতাকুণ্ড প্রতিনিধি *

অনাবৃষ্টি ও সারাদেশে প্রচণ্ড তাপদাহ থেকে মুক্তি পেতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন ইউনিয়নে সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লীরা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন বার আউলিয়া সোনাইছড়ি উচ্চ বিদ্যালয় ও ছোট কুমিরা হাইস্কুলে মাঠে ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

নামাজ শেষে বৃষ্টির আশায় করা হয় বিশেষ মোনাজাত। কান্নাজড়িত কণ্ঠে আল্লাহর কাছে দাবদাহ থেকে মুক্তি চান মুসল্লিরা। একইসাথে, বৃষ্টির মাধ্যমে সারাদেশে শীতল স্পর্শ বুলিয়ে দেয়ার দোয়াও করেন তারা। নামাজে অংশ নেয়া মুসল্লিরা বলেন, বৃষ্টি না হওয়ার কারণে প্রকৃতি উত্তপ্ত হয়ে উঠছে। স্বাভাবিক জীবনযাত্রায় বিরূপ প্রভাব পড়েছে। কৃষি ক্ষেত্রে বিপর্যয় নেমে এসেছে। এজন্য আল্লাহর রহমতের বৃষ্টি প্রার্থনা করেন তারা।

জানা গেছে,করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগেও অনাবৃষ্টির সময়ে এভাবেই ইসতিসকার নামাজ হয়েছে। এরপর বৃষ্টি হয়েছে। এ কারণে অনাবৃষ্টির সময় বৃষ্টির জন্য মুসল্লিরা এই নামাজ আাদায় করে থাকেন।