[bangla_date] || [english_date]

নিজস্ব প্রতিবেদক *

বাংলাদেশ রোটারির বর্তমান অপ্রত্যাশিত প্রেক্ষাপট বর্ণনা করে পিডিজি প্রফেসর ড. এম তৈয়ব চৌধুরী বলেন, “রোটারিতে মূলত কোনো সমস্যা নেই ; রোটারি- রোটারির জায়গায়-ই আছে। জেলা কার্যক্রম স্থগিত থাকলেও ক্লাবগুলো আগের মতোই রোটারি ডিউজ ও রোটারি ফাউন্ডেশনে অনুদান প্রদান, সার্ভিস প্রজেক্টসহ সকল কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে। রোটারির নিয়ম-নীতি অনুসরণ করে রোটারি করলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। চিত্ত ও বিত্ত যাদের নেই, তাদের রোটারিতে আসা উচিত নয়। সুস্থধারায় রোটারি কার্যক্রম পরিচালিত হলে রোটারি আগের অবস্থায় ফিরে আসতে বেশি সময় লাগবে না।” গতকাল (১৫মার্চ) রোটারি ক্লাব অব চিটাগং ওয়াটারফল এর বার্ষিক ইফতারসভায় প্রধান অতিথির বক্তব্যে তৈয়ব চৌধুরী এসব কথা বলেন।

রোটারিয়ান আহমদ সাইফুল ইসলাম নিজামীর রোটারি প্রত্যয় পাঠের মাধ্যমে শুরু হওয়া সভায় পিডিজি ড. তৈয়ব চৌধুরী রোটারি ক্লাব অব ওয়াটারফল এর সুন্দর আয়োজনের জন্যে সংশ্লিষ্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “ডিস্ট্রিক্ট ইভেন্ট বন্ধ থাকায় বড়আকারের ফেলোশিপ করার সুযোগ নেই। তবে ক্লাব ইভেন্টের মাধ্যমে ওয়াটারফল ক্লাব বিপুলসংখ্যক রোটারিয়ান নিয়ে ইফতার আয়োজন করে একটি মহৎ দৃষ্টান্ত স্থাপন করেছে।”

বক্তব্য রাখছেন পিডিজি প্রফেসর ড. মো. তৈয়ব চৌধুরী

ক্লাব সভাপতি রোটারিয়ান মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে ও পিপি রোটারিয়ান নুরুল আলম চৌধুরী কিরণের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পিপি রোটারিয়ান ডা.মঈনুল ইসলাম মাহমুদ, পিপি রোটারিয়ান সাংবাদিক ওসমান গণি মনসুর, পিপি রোটারিয়ান প্রফেসর ফাতেমা জেবুন্নেসা, পিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার আলতাফ মুহাম্মদ হান্নান, পিপি রোটারিয়ান শায়লা মাহমুদ, রোটারিয়ান নাসিমা আক্তার প্রমুখ। উপস্থিত ছিলেন পিপি রোটারিয়ান মাহফুজুল হক, পিপি রোটারিয়ান মুহাম্মদ মুসলিম, পিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুর রশিদ,পিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুণ, পিপি রোটারিয়ান রেজাউল করিম চৌধুরী, পিপি রোটারিয়ান মো. ওমর আলী ফয়সাল, পিপি রোটারিয়ান এম. দিদারুল আলম, পিপি রোটারিয়ান শেখ জামাল আহমেদ, রোটারিয়ান মো. ফরহাদ হোসেন, পিপি রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফ, পিপি রোটারিয়ান মো. কামরুল মোরশেদ তমাল ,পিপি রোটারিয়ান মাহাবুব, রোটারিয়ান সাংবাদিক শওকত বাঙ্গালী প্রমুখ। আরও উপস্থিত ছিলেন ওয়াটারফল ক্লাবের,পিপি রোটারিয়ান প্রফেসর এস এ এম জাকারিয়া, আইপিপি প্রফেসর মো. আরিফুর রহমান,পিপি রোটারিয়ান জান্নাতুল ফেরদৌস ও রোটারিয়ান নাসিমা আক্তার ডেইজি।