[bangla_date] || [english_date]

ঢাকা প্রতিনিধি *

বক্তব্য রাখছেন অনন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন

অনন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, পুলিশ সদস্যদের নির্দিষ্ট তারিখ দেয়া হবে। এই সময়ের মধ্যে কাজে না ফিরলে তাদের পলাতক ঘোষণা করা হবে। রবিবার (১১ আগস্ট) দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

এম সাখাওয়াত হোসেন বলেন, আমরা একটা তারিখ ঘোষণা করবো। ওই তারিখের মধ্যে যদি কোনো পুলিশ সদস্য কর্মস্থলে না আসেন আমরা ধরে নেবো তারা পলাতক। তিনি বলেন, আমার কাছে অনেক ম্যাকানিজম আছে। তাৎক্ষণিকভাবে ঘাটতি পূরণের অনেক ম্যাকানিজম আছে। আমি উল্লেখ করতে চাই না।

তিনি জানান, পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করা যাবে না। এখন থেকে পুলিশ কমিশনের অধীনে পুলিশ চলবে। আপনারা পুলিশ কমিশনকে অর্ডার দেবেন, তারা যা করার করবে। এই পুলিশ জনগণের পুলিশ। তবে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় পুলিশ তাদের মনোবল হারিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আজকে অবস্থা দেখেন প্রতিদিন ডাকাতি হচ্ছে, কারণ পুলিশ নাই। যারা অন্যায় করেছে তারা শাস্তি পাবে।

তিনি বলেন, পুলিশের হাতে মারণাস্ত্র দিয়েছে। পুলিশের হাতে সেভেন পয়েন্ট সিক্স টু মডেলের অস্ত্র দেখে আমি অবাক হয়ে গিয়েছি। আমাদের কাছে অত্যাধুনিক মারণাস্ত্র আছে, সেটা শত্রু মারার জন্য, ইন দ্য বার্ডারস (সীমান্তে), নট ইন ইন্টারনাল ইউজ (অভ্যন্তরিণ কাজে ব্যবহারের জন্য নয়)। পুলিশকে এই অস্ত্র দেয়া ঠিক হয়নি। যারাই দিয়েছে, এই কারণে দিয়েছে।।

রাষ্ট্র পরিচালনা প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, একজনের ইচ্ছামতো রাষ্ট্র চালানো যায়না। এই রাষ্ট্র কারো পার্সোনাল প্রপার্টি (ব্যক্তিগত সম্পদ) না, ফ্যামিলি প্রপার্টি (পারিবারিক সম্পদ) না। রাজনীতিকে নষ্ট করা হয়েছে। মানুষ মারার পরেও ক্ষমতায় থাকতে চায়। বঙ্গবন্ধুর অবদান ছিল ঠিকই কিন্তু হাজার হাজার মানুষ যুদ্ধ করে ৩০ লাখ শহীদের বিনিময়ে এ রাষ্ট্র স্বাধীন হয়েছে। এ রাষ্ট্র কারো ব্যক্তিগত সম্পদ না। কারো পারিবারিক সম্পদ না।

পুলিশ ছাড়া সমাজ চলতে পারে না উল্লেখ করে অন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, আমি প্রতিদিন খবর পাচ্ছি লুট হচ্ছে। সেনাবাহিনী-বিজিবি কাজ করছে তবে এটা তদের কাজ না। পুলিশের কাজ সেনাবাহিনী করতে পারে না। তবুও সেনাবাহিনী করছে।

এম সাখাওয়াত হোসেন বলেন, মিডিয়া সঠিক তথ্য তুলে ধরলে আজ এত পুলিশ ও সাধারণ মানুষ মারা যেত না। চাটুকার সাংবাদিকতা করলে সেই চ্যানেল বন্ধ করে দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন এম সাখাওয়াত হোসেন।

এসময় পুলিশ সদস্যদের উদ্দেশ্যে সাখাওয়াত হোসেন বলেন, আপনারা যদি বৃহস্পতিবারের মধ্যে না আসেন তাহলে আমি ধরে নেবো আপনারা চাকরি করতে ইচ্ছুক নন। এ বিষয়ে আইজিপি, র‌্যাবের মহাপরিচালক এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে আলাপ করেছি।