ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ঝাঁকজমক আয়োজনে গত ২৫ নভেম্বর দিনব্যাপী রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২, বাংলাদেশ এর উদ্যোগে দ্য রোটারি ফাউন্ডেশন (টিআরএফ) সেমিনার ২০২৩ রেডিশন ব্লু চট্টগ্রাম বে বিউ হোটেলে অনুষ্ঠিত হয়। আয়োজক কমিটির চেয়ারম্যান পিপি রোটারিয়ান খায়ের আহমেদ এর সঞ্চালনায় এ সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ও ভবিষ্যত জেলা গভর্নরবৃন্দ। রোটারি ক্লাব অব চিটাগং রেইনবো’র […]