ভালো কাজে সর্বোচ্চ অংশগ্রহণ এবং জনকল্যাণে আরো বহুমুখী প্রজেক্ট করার অঙ্গীকারের মধ্য দিয়ে রোটারি ক্লাব অব চিটাগাং ইস্ট-এর গৌরবময় ২৩ তম জমকালো চার্টার নাইটে বক্তারা যে কোনো ভালো কাজে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, পৃথিবীতে ভালো কাজই টিকে থাকবে। অসত্য এবং খারাপ কাজে লিপ্ত ব্যক্তিরা সর্বত্র বিতাড়িত হবে। শুধু সময়ের অপেক্ষা মাত্র। রোটারি ক্লাব অব […]