“রোটারি মানে ইটিং সিটিং মিটিং নয়, রোটারি বিশ্বের একটি অনন্য মানবতাবাদী সমাজসেবী সংগঠন। মানুষের জীবনমান-দৃষ্টিভঙ্গির পরিবর্তন, দারিদ্র্য বিমোচন, টেকসই উন্নয়ন, রোগবালাই দমন ও চিকিৎসাসেবা, শিক্ষার প্রসার ও নিরক্ষতা দূরিকরণ, মাতৃপ্রসূতি ও শিশুস্বাস্থ্যসেবায় বিশেষ দৃষ্টি, জলবায়ু ও পরিবেশ সুরক্ষার মাধ্যমে সুপেয় পানীয়জলের নিশ্চিতকরণ, মানুষের অর্থনৈতিক উন্নতির মাধ্যমে সমাজের সার্বিক প্রগতির লক্ষ্যে রোটারি আলোর দিশারী হিসেবে দুনিয়াজুড়ে […]