২০২৩-২৪ রোটারি-বছরের ডিস্ট্রিক্ট অ্যাডভাইজরি, কো-অর্ডিনেটিং,ট্রেনিং, সেক্রেটারিয়েট, গভর্নর স্পেশাল এইড, সার্জেন্ট এন্ড আর্মস, এরিয়া ও জোন লিডারশিপ টিম সদস্যদের নাম ঘোষণা ও পরিচয়করণ, ক্লাবগুলোর জন্যে গভর্নরের অগ্রাধিকার সব প্রকল্পের চিত্র তুলে ধরে গভর্নর (২০২৩-২৪) ইঞ্জিনিয়ার মতিউর রহমান বলেন,“ দল-গঠনের কাজ এখনো শেষ হয়নি, আরও ছয়মাস সময় আছে,এরই মধ্যে অন্য অভিজ্ঞ রোটারিয়ানদের বিভিন্ন দলে অন্তর্ভুক্ত করে দল-গঠনের […]