সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মহানগর গ্রামের ২ কিডনি নষ্ট নুরের ছাপার চিকিৎসার জন্যে ৭০ হাজার টাকা দিল সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম । শুক্রবার (২০মে) সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের সভাপতি মীর্জা মো.আকবর আলী চৌধুরী খোকন নুরের ছাপার হাতে ৭০ হাজার টাকা তুলে দিলেন। এসময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের উপদেষ্টা লায়ন নুরুল আবছার চৌধুরী, সাবেক সভাপতি শিল্পপতি ইনামুল আজিজ চৌধুরী লিটন,সাবেক […]