“জিপিএইচ ইস্পাতের কোয়ান্টাম ইলেকট্রিক আর্কফার্নেস প্রযুক্তিসমৃদ্ধ প্ল্যান্ট একটি রেফারেন্স প্ল্যান্ট। কীভাবে সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে বিশ্বমানের ইস্পাত সামগ্রী তৈরি করছে তাদের অভিজ্ঞতা নিতে আমরা এসেছি” ভিন্টন স্টিল জাপানের জেনারেল ম্যানেজার তাতসুইয়া ফুকুইয়ামা এবং ভিন্টন স্টিল ইউএসএর জেনারেল ম্যানেজার এডুয়ারডো গঞ্জালেজ আজ শনিবার(১৮ মার্চ)দিনব্যাপী জিপিএইচ ইস্পাতের কুমিরাস্থ প্ল্যান্ট পরিদর্শন করে এ অভিমত ব্যক্ত করেন। প্ল্যান্টের প্রযুক্তিসহায়ক প্রতিষ্ঠান […]