সোশ্যাল ইসলামী ব্যাংক- এর গুলশান শাখার উদ্যোগে ১২ ডিসেম্বর গুলশানের একটি হোটেলে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাংকের ব্রাঞ্চেস কন্ট্রোল বিভাগের প্রধান জয়নাল আবেদীন, গুলশান শাখার ব্যবস্থাপক মো. আকমল হোসেন, ব্যাংকের ঢাকা অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. আব্দুল হামিদ, গুলশান শাখার বিদায়ী ব্যবস্থাপক মো. আব্দুল মোতালেব ও সম্মানিত গ্রাহকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম সকল গ্রাহককে সোশ্যাল ইসলামী ব্যাংকের সাথে থাকার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, গ্রাহক সন্তুষ্টিই আমাদের বড় চালিকা শক্তি, যেটা অর্জনের জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি, গ্রাহকবান্ধব নতুন নতুন সেবাপণ্য চালু করছি-যা ইতোমধ্যেই গ্রাহকমহলে সাড়া ফেলেছে।