চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, চট্টগ্রাম -১০ নির্বাচনী এলাকার স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম সোমবার (১১ ডিসেম্বর) সকাল থেকে মাইজভাণ্ডার দরবার শরীফ, শেরে বাংলার মাজার শরীফ ও দরবারে মুসাবীয়ার মাজার জেয়ারত, আশেকান ও ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পর বিকেলে ২৫ নম্বর ওয়ার্ডস্থ সবুজবাগ এলাকায় অবস্থিত সবুজবাগ কেন্দ্রীয় জামে মসজিদের আছরের নামাজ আদায়, মিলাদ ও মোনাজাত শেষে মুসল্লীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি হযরত আব্দুল কাদের জিলানী মাদ্রাসা মিলনায়তনে রামপুর এলাকাবাসীদের সাথে উঠান বৈঠকে মিলিত হন।
এ বৈঠকে সভাপতিত্ব করেন সবুজবাগ কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক আলহাজ্ব দেলোয়ার হোসেন। পরে তিনি তার এইচএম ভবন অডিটরিয়ামে নগরীর ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪ ও ২৬নং ওয়ার্ড থেকে আগত নানা শ্রেণি ও পেশার মানুষদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সকল কর্মসূচিতে স্বতন্ত্র প্রার্থী মনজুর আলম বলেন, নির্বাচনে ভোট প্রয়োগ করা প্রতিটি নাগরিকের অধিকার। পছন্দের প্রার্থীকে ভোট দিতে ইমানী দায়িত্ব হিসেবে আমলে নিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশ ও জাতির জন্য খুবই তাৎপর্য বহন করে। দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও বিদেশ সম্পর্ক সুদৃঢ় রাখার জন্য এ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক করতে সকলের পরামর্শে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। সাবেক মেয়র বলেন, কোনো অশুভ শক্তি যাতে ভোট কেন্দ্রে অনিয়ম করতে না পারে সেজন্য সকল ভোটারদের সজাগ থাকতে হবে। তিনি বলেন, মানবসেবা, দেশের কল্যাণ ও অর্থনীতি গতিশীল রাখার জন্য আমার এই প্রয়াস। যদি ভোটারগণ তাঁকে সহযোগিতা করেন তাহলে তিনি দায়িত্বকে সততার সাথে সফল বাস্তবায়নের জন্য সচেষ্ট থাকবেন। এ সকল শুভেচ্ছা বিনিময়কালে হাফেজ মোহাম্মদ মাওলানা তৈয়ব, আবুল হোসেন মিয়া, মো. শাহেদ চৌধুরী, সাখাওয়াত হোসেন, আমিনুল ইসলাম, বশির আহমদ, বাবু ফারহান, নজরুল ইসলাম চৌধুরী, হাবিব উল্লাহ, এস এম দিদারুল হক, আমিনুল হক, সাজ্জাদ হোসেন, মজিবুর রহমান মিয়া, রাবেয়া বেগমসহ অন্যরা মতবিনিময় করেন। বাদ মাগরিব এইচএম ভবনে চট্টগ্রাম নগরীর ৯টি জামে মসজিদের খতিব, ইমাম ও মোয়াজ্জিন সহ ১০১ জন হাফেজ খতমে কোরানে পাক, খতমে সাফা, মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন। বাদ আছর সবুজবাগ কেন্দ্রীয় জামে মসজিদে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ তৈয়ব এবং সাবেক মেয়রের বাসভবনে মিলাদ, মোনাজাত পরিচালনা করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা অছিয়র রহমান ও মাওলানা ছৈয়দ ইউনুচ রজভী। সাবেক মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মোনাজাতে শরীক হন।