মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে কর্মকর্তা-কর্মচারিদের সমাবেশ সিভিল সার্জন যা বলেন-

নিজস্ব প্রতিবেদক *

বক্তব্য রাখছেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের মেয়াদোত্তীর্ণ বহিস্কৃত সভাপতি জাহাঙ্গীর চৌধুরীর পদত্যাগ ও হাসপাতালে প্রশাসক নিয়োগের দাবীতে  লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন হাসপাতালের চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারিরা ।bsrm

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজও (১২ অক্টোবর) সকাল ৯টা থেকে ১১ টা পর্যন্ত ২ ঘণ্টা কর্মবিরতি পালন করেন। এসময় তারা একটি র‌্যালি বের করেন। হাসপাতাল থেকে র‌্যালিটি জাকির হোসেন রোডের ফয়স’লেক গেট এবং সেখান থেকে ওয়ারলেস পর্যন্ত এসে আবার হাসপাতালে গিয়ে শেষ হয়।

হাসপাতালের এ পরিস্থিতি সম্পর্কে জানতে পেরে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী ডায়াবেটিক হাসপাতালে ছুটে যান এবং আন্দোলনরত চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারিদের সাথে বৈঠকে মিলিত হন। সিভিল সার্জন তাদের উদ্দেশে বলেন, “ আপনাদের দাবীসমূহ যৌক্তিক। আপনাদের চলমান আন্দোলনের খবর মন্ত্রণালয়সহ সারাদেশে ছড়িয়ে পড়েছে। তাই, আমি মন্ত্রণালয়ের নির্দেশে আপনাদের সাথে সরাসরি দেখা করতে এসেছি। আমি আপনাদের সাথে আছি। আপনারা আমার সাথে একমত আছেন তো? সবাই একযোগে হাত তুলে সিভিল সার্জনকে সমর্থন জানান।

ads din

সিভিল সার্জন আরও বলেন,  চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল  হাসপাতাল চট্টগ্রামের মধ্যে একটি স্বনামধন্য হাসপাতাল। প্রতিদিন এখানে বিপুলসংখ্যক ডায়াবেটিক রোগী চিকিৎসাসেবা নেন। কিন্তু দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে এ হাসপাতালের সুনাম ব্যাপকভাবে ক্ষুণ্ন হচ্ছে। এ হাসপাতালে সিসিইউ, আইসিইউ ও ইনডোর বিভাগ চালু আছে। তাই এখানে জাটিল ও কঠিন রোগীরা  চিকিৎসা নিতে আসে। আন্দোলন অবশ্যই নিয়মাতান্ত্রিক পদ্ধতিতে করতে হবে। রাস্তাঘাট ব্যারিকেড ও হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম কোনোভাবেই বিঘ্ন ঘটানো যাবে না। কয়েকদিনের মধ্যে সংশ্লিষ্ট সকলের সাথে বসে হাসপাতালের বিরাজমান সমস্যা সমাধান করা হবে। শিগগির তিনি সকলকে একটি সুখবর দেয়ার আশ্বাস দেন।

হাসপাতালের চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারিদের পক্ষে বক্তব্য রাখেন হরমোন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ মাসুদ করিম।

সর্বশেষ

এই বিভাগের আরও