শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শুরু শনিবার থেকে

ঢাকা প্রতিনিধি *

bsrm

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা   প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু হবে  শনিবার (৫ অক্টোবর) থেকে।

এতে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে দাওয়াত দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক বিফ্রিংয়ে তিনি এ কথা জানান। প্রেস সচিব শফিকুল আলম বলেন, শনিবার (৫ অক্টোবর) থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। এতে ৬ সংস্কার কমিশনের কাজের অগ্রগতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে অবগত করা হবে। তাদের কাছ থেকে পরামর্শ নেয়া হবে। আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে অবগত করা হবে।ads din

এ সময় খাগড়াছড়ির বর্তমান পরিস্থিতি স্থিতিশীল আছে বলেও জানান তিনি।

 

সর্বশেষ

এই বিভাগের আরও