বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

সেনা কর্মকর্তা তানজিম হত্যাকাণ্ড: মূলহোতাসহ গ্রেফতার আরও ২জন

নিজস্ব প্রতিবেদক *

bsrm

কক্সবাজারের চকরিয়ায় লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যার ঘটনায় মূলহোতাসহ আরও দুজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে চকরিয়া উপজেলার মধ্যম কাহারিয়া ঘোনা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী।

গ্রেফতার দুজন হলেন: চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী রির্জাভপাড়ার আবদুল মালেকের ছেলে নাছির উদ্দিন (৩৮) ও মাইজপাড়ার বাসিন্দা মৃত নুরুল আলমের ছেলে এনামুল হক (৫০)। এ নিয়ে হত্যাকাণ্ডে সঙ্গে জড়িত ৯ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।ads din

মো. আবুল কালাম চৌধুরী জানান, সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম হত্যার ঘটনায় মামলার আসামিদের গ্রেফতারে পুলিশ, র‌্যাব ও সেনা সদস্যরা যৌথ অভিযান অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া উপজেলার মধ্যম কাহারিয়া ঘোনা এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে চাঞ্চল্যকর ঘটনার মূলহোতা নাছির উদ্দিনসহ হত্যাকাণ্ডে জড়িত তার সহযোগী এনামকে গ্রেফতার করা হয়। তাদের কাছে থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে নিজেদের প্রত্যক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাব কর্মকর্তা।

এর আগে সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজরা এলাকায় একটি সন্দেহভাজন বাড়ি ঘিরে ফেলে যৌথ বাহিনী। এ সময় লেফটেন্যান্ট তানজিম দুই সন্ত্রাসীকে চ্যালেঞ্জ করেন। একপর্যায়ে তিনি সন্ত্রাসীদের ধরার চেষ্টা করলে সন্ত্রাসীরা তার ঘাড়ে ছুরি মারে।

গুরুতর আহতাবস্থায় তানজিমকে দ্রুত উদ্ধার করে চকরিয়া খ্রিস্টান হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হলে ভোর ৪টা ৫০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও