নিজস্ব প্রতিবেদক *
চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সীতাকুণ্ড মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন পিপিএম। । রবিবার (১৪ জুলাই ) চট্টগ্রাম জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মাসিক কল্যাণ ও অপরাধ সভায় জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম (পিপিএম বার) এর নিকট হতে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর সম্মাননা স্মারক গ্রহণ করেন তিনি। এ নিয়ে জেলায় A-ক্যাটাগরিতে ৫ম বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।
১৫ (জুলাই) চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে এস.এম শফিউল্লাহ বিপিএম পিপিএম এর হাত থেকে সম্মাননা ক্রেস্ট ও সনদ ও ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন।
এছাড়া কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ আইজিপি মহোদয়ের নিকট থেকেও ০৪ (চার) টি আর্থিক পুরস্কার লাভ করেন।
চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয় সুত্র জানিয়েছে, সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা সার্বিক উন্নয়নে A-ক্যাটাগরিতে ৫ম বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। এর আগে বাঁশাখালী থানায় ওসি থাকা অবস্থায় ১৩ বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন। সীতাকুণ্ড থানায় যোগদানের পর ৫ বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন। এই নিয়ে শ্রেষ্ঠ ওসি হিসেবে ১৮ বার নির্বাচিত হলেন।
ওসি মোঃ কামাল উদ্দিন জানান, সীতাকুণ্ড মডেল থানায় যোগদানের পর এ-ক্যাটাগরিতে ৫ম বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছি। এছাড়া কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ আইজিপি মহোদয়ের নিকট থেকেও ০৪ (চার) টি আর্থিক পুরস্কার লাভ করেছি। এ জন্য প্রিয় সহকর্মীবৃন্দ, সীতাকুণ্ডবাসী ও সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি-তাদের সার্বিক সহযোগিতার জন্য।