মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

বাঁশখালী ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা ও মেধাবৃত্তি প্রদান সম্পন্ন

বাঁশখালী উপজেলার বিভিন্ন স্কুল- মাদরাসার পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেল বাঁশখালী ফাউন্ডেশন চট্টগ্রাম এর ৩২তম মেধাবৃত্তি পরীক্ষা ২০২৩। অধ্যাপক নেওয়াজ মোহাম্মদ হিরুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ জামাল মোস্তফা চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আকতার।bsrm

প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আকতার

প্রধান অতিথির বক্তব্যে জেসমিন আকতার বাঁশখালী ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকান্ডের প্রশংসা করেন এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ডিরেক্টর আশরাফুল মোস্তফা চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন  শিক্ষা ও বৃত্তি সম্পাদক অধ্যাপক সুজন বড়ুয়া, কবি কমরুদ্দিন আহমদ, মেধাবৃত্তি সমন্বয়কও প্রধান শিক্ষক মোহাম্মদ ফেরদৌস আকতার। মেধাবৃত্তি শেষে শিক্ষা ও বৃত্তি সম্পাদক অধ্যাপক  সুজন বড়ুয়া ও অধ্যাপক ফয়েজ উল্লাহ’র সঞ্চালনায় ২০২২ সালে অনুষ্ঠিত  ৩১তম মেধাবৃত্তি প্রদান করা হয়।  বিভিন্ন গ্রেডে স্কুল- মাদরাসার ৬৭জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী পরিষদের কুতুব উদ্দিন হাসান নূরী,আহমদুর রহমান মিটু, মোহাম্মদ হোসাইন সিকদার,নুরুল হোসাইন,অধ্যাপক মফিজ উদ্দিন,অধ্যাপক মিজানুর রহমান,অধ্যাপক মোখতারুজ্জামান, অধ্যাপক ফরমান উল্লাহ, মো. শেহাবউদ্দিন, কাজী শাহরিয়ার,  শামিম উল্লাহ আদিল ও বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ। বৃত্তিপ্রাপ্তদের সনদ, প্রাইজবন্ড ও উপহার সামগ্রী বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

 

ads din

সর্বশেষ

এই বিভাগের আরও