বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৪জন নিহত বগুড়ায়

নিজস্ব প্রতিবেদক  *

bsrm

বগুড়ার বনানীতে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৭জন।

সোমবার (৮ জুলাই) দিনগত রাতে শহরের বনানী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিরাজগঞ্জের কাজীপুরের জামাল হোসেন, শামীম হোসেন, বরিশালের হিজলা এলাকার হৃদয় এবং অজ্ঞাত এক নারী। নিহতদের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ads din

মেডিকেল ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মিলাদুন্নবী এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, সোমবার দিনগত রাত ৪টার দিকে ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কার্ভার্ডভ্যানের চালক হৃদয় ও অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়। পরে আহতের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শামীম নামে আরও একজন মারা যান। এরপর চিকিৎসাধীন অবস্থায় জামালের মৃত্যু হয়।

তিনি বলেন, দুর্ঘটনায় মারা যাওয়া চারজনের মরদেহ মর্গে রাখা হয়েছে। বাকি আহত ৯ জনের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়। পরে ৮জন আহতের মধ্যে আরও একজন মারা যান। বাকি ৭জনের চিকিৎসা চলছে।

সর্বশেষ

এই বিভাগের আরও