বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

আলেম-ওলামা, শিক্ষক ও শ্রমিকশ্রেণির সাথে মনজুর আলমের শুভেচ্ছা বিনিময়

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেছেন, দেশপ্রেম ঈমানের অংশ। দেশের প্রতি দায়বোধ থেকে প্রতিটি মানুষ জীবন পরিচালনা করে থাকেন। মানুষের ঈমান, আমল ও মানবকল্যাণ পরকালের পাথেয় হবে। সাবেক মেয়র বলেন, ঈমান আকিদার উপর ভর করে আমরা মানব কল্যাণে নিয়োজিত। মানুষের দোয়াই আমাদের চলার পথে একমাত্র সম্বল। তিনি তার মানবসেবা কার্যক্রমে আলেম-ওলামা, শিক্ষক ও শ্রমিকদের সহযোগীতা কামনা করেন।

bsrm

রবিবার (৩ ডিসেম্বর) সকালে এইচ এম ভবন অডিটরিয়ামে আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট এর আয়োজনে অনুষ্ঠিত আলেম ওলেমা, শিক্ষক ও শ্রমিক শ্রেণীর প্রতিনিধিদের সাথে শুভেচ্ছা বিনিময়ে সাবেক মেয়র মনজুর আলম এসব কথা বলেন। ট্রাস্টের নির্বাহী পরিদর্শক মোহাম্মদ বাদশা আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ শুভেচ্ছা বিনিময় সভায় মাওলানা অছিয়র রহমান, মাওলানা সৈয়দ ইউনুস রজবী, হাফেজ মাওলানা মোহাম্মদ মোবারক হোসেন রেজবী, ক্বারী মাওলানা নুরুল ইসলাম, মাওলানা মোক্তার আহম্মদ, মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান, মোহাম্মদ আলী সিদ্দিকী, মোহাম্মদ শরীফ উদ্দিন, মাহমুদুল হক, মাহমুদ আলী, মাওলানা মোহাম্মদ সোহাইল উদ্দিন জিহাদী, মাওলানা মাহমুদুর রহমান, মাওলানা আবদুল হালিম, হাফেজ মাওলানা এমদাদুল হক আশরাফি, শিক্ষক কবির হোসেন, সাইফুল ইসলাম, ভাড়াটিয়া পরিষদের মোহাম্মদ কালিম শেখ, সালাউদ্দিন, শ্রমিক নেতা আবদুল হাকিম, মোহাম্মদ ইদ্রিস, কামাল উদ্দিন প্রমুখ শুভেচ্ছা বিনিময় করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও