শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪

নবম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ শুরু, রাতে ৪ বাসে আগুন

সরকারের পদত্যাগ, জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে নবম ধাপে দেশব্যাপী বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।

আজ রবিবার ভোর ৬টায় শুরু হওয়া এই অবরোধ শেষ হবে আগামী মঙ্গলবার ভোর ৬টায়।bsrm

সরকারের পদত্যাগের একদফা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল বাতিল ও দলের চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে গত বৃহস্পতিবার এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরাম, বাম গণতান্ত্রিক ঐক্য, এবি পার্টি, গণঅধিকার পরিষদ পৃথকভাবে এই কর্মসূচি পালন করবে।

নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ এবং ঘোষিত অবরোধ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম।

এদিকে অবরোধ সফলে শনিবার সন্ধ্যায় রুহুল কবির রিজভীর নেতৃত্বে ঢাকার আগারগাঁওয়ে মশাল মিছিল হয়েছে-যা শেওড়াপাড়া সড়কে গিয়ে শেষ হয়।ads din

রাজধানীতে ৪ বাসে আগুন

অবরোধের আগের দিন রাতে রাজধানীতে তিন বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ করাতিটোলা স্কুলের পেছনে আসমানী পরিবহনের একটি বাসে, রাত ১১টার দিকে আগারগাঁওয়ে ভূঁইয়া পরিবহনের বাসে, গাবতলী বাস টার্মিনালে পদ্মা লাইনের একটি বাসে এবং মিরপুর-১-এ বিআরটিসির ডাবল ডেকার একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

রাত সাড়ে ১১টায় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান এসব তথ্য জানিয়ে বলেন, প্রত্যেকটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া লালমাটিয়া মাঠের কোনায় শনিবার রাত পৌনে ১২টায় একটি প্রাইভেটকারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

গত ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির মহাসমাবেশ পুলিশ পণ্ড করে দিলে তারা এই সরকারের পদত্যাগের একদফাসহ মহাসমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল ডাকে। সমমনা দল ও জোটগুলোও এই কর্মসূচি যুগপৎভাবে পালন করেছে। এরপর থেকে পর্যায়ক্রমে প্রতি সপ্তাহে মঙ্গলবার এবং শুক্র ও শনিবার বিরতি দিয়ে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি করে যাচ্ছে। মাঝে দুদিন হরতালও পালন করেছে দলগুলো। এ পর্যন্ত তারা আট দফায় অবরোধের কর্মসূচি পালন করেছে। সর্বশেষ তারা অবরোধ ও হরতাল পালন করেছে গত বুধবার বৃহস্পতিবার।

সর্বশেষ

এই বিভাগের আরও