মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

সৌদিতে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক *

bsrm

চলতি বছর সৌদি আরবে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তার নাম মো. আসাদুজ্জামান (৫৭)। পাসপোর্ট নম্বর- এ১৩৫৬১০৪৩৪।

মদিনায় তার মৃত্যু হয় বলে শনিবার (১৮ মে) হজ পোর্টালের সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, পবিত্র হজ পালন করতে এখন পর্যন্ত (১৭ মে রাত ১টা ৫৯ মিনিট) সৌদি পৌঁছেছেন ২৭ হাজার ১১১ জন হজযাত্রী। মোট ৬৮টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ২৩ হাজার ৩৬৪ জন। এখন পর্যন্ত ৮১ হাজার ১টি ভিসা ইস্যু করা হয়েছে।ads din

সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র থেকে প্রদত্ত স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র সংখ্যা ১ হাজার ৫১৩টি।

সর্বমোট ইস্যু করা ভিসা ৮১ হাজার ১টি; সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা ৯২ শতাংশ; বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা ৯৫ শতাংশ।

চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে ১৬ জুন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ৯ মে। শেষ ফ্লাইট ১০ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন। শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই।

সর্বশেষ

এই বিভাগের আরও