বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

ক্ষতিকর কেমিক্যাল দিয়ে সীতাকুণ্ডে আইসক্রিম তৈরি, ২ লাখ টাকা জরিমানাসহ কারখানা বন্ধ

সীতাকুণ্ড প্রতিনিধি *

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন

অত্যন্ত নোংরা পরিবেশে ক্ষতিকর কেমিক্যাল দিয়ে আইসক্রিম তৈরি এবং বিপণনের দায়ে সীতাকুণ্ডে  ভ্রাম্যমাণ আদালত দুই আইসক্রিম কারখানাকে ২ লাখ টাকা জরিমানাসহ বন্ধ করে দেয়া  দিয়েছে ।bsrm

শনিবার (১১মে) দুপুরে সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিনের নেতৃত্বে  সীতাকুণ্ড উপজেলার বড়কুমিরা ও বাড়বকুণ্ড বাজার এলাকায়  পরিচালিত  ভ্রাম্যমাণ আদালত এসব জরিমানা আদায় করেন।

এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, অনুমোদনহীন ও ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার, বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে আইসক্রিম বাজারজাতকরণসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার আইনে গোল্ডেন আইসক্রিম কারখানাকে ১ লাখ টাকা এবং বিসমিল্লাহ আইসবার কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং কারখানা দুইটির কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

একই সাথে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেমিক্যাল দিয়ে নোংরা পরিবেশে প্রস্তুতকৃত আইসক্রিম গুলো জব্দ করে বিনষ্ট করা হয়।ads din

নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন মো. কায়েমুল, সীতাকুণ্ড মডেল থানার পুলিশ সদস্যসহ ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।

জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানালেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন ।

সর্বশেষ

এই বিভাগের আরও