মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

তাপদাহে অতিষ্ঠ মানুষের জন্য শরবত ও সুপেয় পানি নিয়ে রাস্তায় নামলেন মনজুর আলম

নিজস্ব প্রতিবেদক *

তাপদাহে অতিষ্ঠ মানুষের মাঝে মিনারেল পানির বোতল তুলে দিচ্ছেন সাবেক সিটি মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম

প্রচণ্ড তাপদাহে অতিষ্ঠও তৃষ্ণার্তদের কষ্ট লাগবে এবার পথে নামলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম। তিনি তার নিজস্ব উৎস থেকে মিনারেল বোতলের পানি দিয়ে বরফ, চিনি,  লেবু, অরেঞ্জসহ বিবিধ আইটেম যুক্ত করে মিনারেল পানির বোতলে বোতলজাত করে তৈরী শরবত ও মিনারেল বোতলের পানি নিজস্ব শিতাতপ ভ্যানগাড়ী করে ৫০ জন কর্মীর সহায়তায় চট্টগ্রাম নগরীর মোড়ে মোড়ে তৃষ্ণার্তদের হাতে হাতে তুলে দেয়া হচ্ছে শরবত ও সুপেয় পানি।bsrm

আজ শনিবার (২৭ এপ্রিল ) সকালে  সাবেক মেয়র  মনজুর আলম নগরীর অলংকার চত্বরে এবং বিকেল ৩টায় দেওয়ানহাট চত্ত্বরে উপস্থিত হয়ে পথচারী, রিকসা ও ভ্যান চালক, বিভিন্ন গাড়ীর চালক, বৃদ্ধ যাত্রী, নারী ও শিশুসহ তৃষ্ণার্তদের হাতে হাতে সরবতের বোতল ও সুপেয় পানি তুলে দিয়ে মানব সেবার এ কর্মসূচীর উদ্বোধন করেন।

এ উপলক্ষে উপস্থিত সর্বসাধারণের উদ্দেশ্যে তিনি বলেন, পরিবেশ বিপর্যয় এর কারণে বাংলাদেশে অতি গরমে অতিষ্ঠ মানুষদের সেবা দিতে আমি রাস্তায় এসেছি। অসহনীয় তাপমাত্রায় খেটে খাওয়া মানুষগুলো নিদারুন কষ্টে পতিত হয়েছে। তারাই গায়ের ঘাম এবং শ্রম দিয়ে সভ্যতাকে আখরে রেখেছে। তাদের হাতে এক বোতল শরবত দিয়ে আমি আমার কর্তব্য পালন করছি। আল্লাহর সৃষ্টি সকল প্রাণী তীব্র এ গরমে অতিষ্ঠ। এধরনের সেবাকে আমি মানবিক সেবা বলেই মনে করি। বিত্তবান ও চিত্তবান মানুষগুলো এ গরমে তৃষ্ণার্তদের পাশে দাড়ঁলে মানুষ আরো উপকৃত হবে। ১ম দিনের এ কর্মসূচীতে বিভিন্ন মোড়ে মোড়ে ১০ হাজার শরবতের বোতল এবং ১০ হাজার মিনারেল ওয়াটার বিতরণ করা হয়।

মোস্তফা হাকিম গ্রুপ এবং ওয়েলফেয়ার ও ট্রাস্টের পরিচালকবৃন্দের মধ্যে আলহাজ্ব মোহাম্মদ নিজামুল আলম, আলহাজ্ব মোহাম্মদ সরোয়ার আলম, আলহাজ্ব মোহাম্মদ ফারুক আজম, আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম, আলহাজ্ব মোহাম্মদ সাহিদুল আলম, সাবেক অধ্যক্ষ বাদশা আলম ও আকবরশাহ থানা আওয়ামী লীগের সহ সভাপতি লোকমান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।ads din

সর্বশেষ

এই বিভাগের আরও