সীতাকুণ্ড প্রতিনিধি *
ডাক্তারদের শত চেষ্টায়ও বাঁচানো গেলনা মোটর সাইকেল দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পাওয়া সীতাকুণ্ড বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দীনকে। আজ শুক্রবার (২৬ এপ্রিল) দুপুর ১২টা ২০মিনিটে চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা জসিম শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
তরুণ এ ব্যবসায়ীর আকস্মিক মৃত্যুতে সীতাকুণ্ড বাজারের ব্যবসায়ী মহল ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সীতাকুণ্ড বাজারের মদিনা সুপার শপ, নিউ সৌদিয়া আবাসিক হোটেল, রয়েল আবাসিক হোটেলের স্বত্বাধিকারী মো. জসিম ব্যবসায়িক কাজ সেরে গতকাল (২৫ এপ্রিল) রাতে সীতাকুণ্ড পৌরসভাধীন ইদিলপুর তার বাড়িতে যাওয়ার সময় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের উত্তর বাজার এলাকা ( ছোট ইউটার্ন) দিয়ে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনায় কবলিত হয়ে মাথায় মারাত্বক জখম হয়। রাতেই
চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালে নেয়ার পর লাইফ সাপোর্টে রাখা হয়।
আজ বাদে এশা উত্তর ইদিলপুর জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। নিহত জসিম সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক শেখ সালা উদ্দিনের জামাতা ।