মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

হাটহাজারীতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম এ সালামের মনোনয়ন দাখিল

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামের কাছে মনোনয়ন ফরম জমা দিচ্ছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম

জাতীয় সংসদের ২৮২ চট্টগ্রাম – ৫ ( হাটহাজারী ও চসিকের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী এবং ২ নম্বর জালালাবাদ ওয়ার্ড ) আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস‍্য পদপ্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান  মোহাম্মদ আবদুস সালাম ( এম এ সালাম )
বৃহস্পতিবার( ৩০ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামের কাছে মনোনয়ন ফরম জমা দেন।

এসময় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ‍্যাপক মোহাম্মদ মঈনুদ্দিন, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম,উপদেষ্টা সিরাজ উদ দৌল্লাহ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কদর, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব জাফর আহমেদ,দিদারুল আলম বাবুল,শওকতুল আলম,মোহাম্মদ সেলিম উদ্দিন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমান,উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলমসহ হাটহাজারীর বিভিন্ন ইউপির চেয়ারম্যানবৃন্দ,হাটহাজারী উপজেলা,চসিকের ১নম্বর দক্ষিণ পাহাড়তলী ও ২নং জালালাবাদ ওয়ার্ডের আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।
মনোনয়ন জমাদান শেষে এম এ সালাম চট্টগ্রাম – ৫ আসনের দলমত নির্বিশেষে সকল জনগণের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও