শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫

 চবি এলামনাই এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান ২৬ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক *

বক্তব্য রাখছেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের কার্যকরী পরিষদ, নব গঠিত স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ এবং ব্যাচ ও বিভাগভিত্তিক প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিতব্য ‘ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা’ অনুষ্ঠান উপলক্ষে আজ শুক্রবার  (১৯ এপ্রিল) বিকাল ৫টায় চট্টগ্রাম আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা।bsrm

সভায় চবি এলামনাই এসোসিয়েশন আয়েজিত অনুষ্ঠান সফল করার জন্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া, আইন-শৃঙ্খলা, অনুষ্ঠান সূচি, আপ্যায়ন ও অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রাক্তন এলামনাইদের অনুষ্ঠানস্থলে প্রবেশ ও অংশগ্রহণ নির্বিঘ্ন করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

সভায় আগামী ২২ এপ্রিল পর্যন্ত দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করার লক্ষ্যে কাজীর দেউড়ি, এ্যাপোলো শপিং সেন্টারের ৩য় তলায় ক্লাব-৩১ কার্যালয়ে প্রতিদিন সকাল ১০টা হতে রাত ১০টা পর্যন্ত হেল্প ডেক্স চালু রাখার সিদ্ধান্ত হয়। এছাড়াও ০১৩১২-১৮১১৬৬ নাম্বারে অনলাইন সেবা চালু আছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, কার্যকরী সদস্য মজহারুল হক শাহ চৌধুরী, পুনর্মিলনী কমিটির মোহাম্মদ গিয়াস উদ্দিন, সদস্য সচিব মো. কামরুল হাসান হারুন, সৈয়দ ছগীর আহাম্মদ, কাজী মাহমুদ ইমাম বিলু, এডভোকেট মো. শামীম, দাউদ আবদুল্লাহ লিটন, প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহামেদ, ফেরদৌস বশির, মুহাম্মদ শাহাজাহান চৌধুরী, মো. জহিরুল আলম, মহিউদ্দিন বাদল, প্রফেসর এবিএম আবু নোমান, হানীফা নাজিব হেনা, শাহনেওয়াজ খালেদ, মোহাম্মদ ইউছুফ, শামসুর রহমান রাকিব, কেএম শাহীদুল কায়সার, ব্যাচ প্রতিনিধি জাকির হোসেন, ফরিদ আহমেদ, মো. জাহাঙ্গীর আলম, এনায়েত উল্লাহ, আলী আহমেদ, মো. খোরশেদ আলী, মুজিবুর রহমান, মো. মোস্তাফিজসহ ব্যাচ ও বিভাগ ভিত্তিক প্রতিনিধিরা বক্তব্য রাখেন।ads din

সর্বশেষ

এই বিভাগের আরও