সীতাকুণ্ড প্রতিনিধি *
চট্টগ্রামের সীতাকুণ্ডে অস্ত্রসহ মো. হাসান নামে এক যুবক আটক করেছে পুলিশ।
সোমবার(১ এপ্রিল) মধ্যরাতে উপজেলার কুমিরা ইউনিয়নস্থ কুমিরা ঘাটঘর মোর্শেদ কোম্পানীর পুকুরের দক্ষিণ পাশের একটি রুম থেকে অস্ত্র ও তিন রাউন্ড শিসা কার্তুজসহ তাকে আটক করে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। আটককৃত আসামীর বাড়ি বড় কুমিরা এলাকার বাবু ডাক্তারের বাড়ীর মো. মুনছুরের ছেলে ।পলাতক অপর দুই জন আসামী হলেন-একই জেলার কুমিরা ইউনিয়নের কুমিরা ঘাটঘর এলাকার মৃত মনির হোসেন এর পুত্র মো. আলমগীর হোসেন ফারুক (২৮) ও সন্ধীপ থানার মুছাপুর এলাকার ৭নম্বর ওয়ার্ডের বাবুল সওদাগরের ছেলে সাহাবউদ্দিন (৩৩)।
এবিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুমিরা ঘাটঘর এলাকার মোর্শেদ কোম্পানীর টিন সেড ভাড়া ঘরের পশ্চিম পাশের একটি কক্ষের ভেতরে তিনজন দুষ্কৃতিকারী অপরাধ পরিচালনার লক্ষ্যে পরষ্পর যোগসাজশে অস্ত্র নিয়ে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের টহল টিম উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা দ্রুত পালানোর চেষ্টাকালে মো. হাসানকে অস্ত্রসহ আটক করা হয় এবং অপর দুই পলাতক আসামী কে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এই সংক্রান্তে সীতাকুণ্ড মডেল থানায় অস্ত্র আইনে ধারা-১৮৭৮ এর (১৯)এ মামলা দায়ের করে আসামীকে আদালতে সোর্পদ করা হয়েছে।