নিজস্ব প্রতিবেদক *
রমজান মাসে ইফতার, সেহরি, যাকাত, ফিতরা কার্যক্রমের মাধ্যমে ধনী-দরিদ্রের সামাজিক ব্যবধান দূর হয়ে সমাজে সাম্যের শিক্ষা প্রতিষ্ঠিত হয় বলে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী ।
শুক্রবার (২৯ মার্চ) কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলমের উদ্যোগে ৬নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ডে ১ হাজার অসহায় মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ঈদবস্ত্র বিতরণ করেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। আরো উপস্থিত ছিলেন পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক কফিল উদ্দিন, কাবেদুর রহমান কচি, মো. হোসেন, আনোয়ার হোসেন বাবুল, মঞ্জুর হোসেন, নুরুদ্দিন, দেলোয়ার হোসেন, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ আলমগীর, জসীমউদ্দীন খন্দকার, নেছার উদ্দিন, নাজমুল আহসান, ফরিদ উদ্দিনসহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, রমজান মাসে ইফতার, সেহরি, যাকাত, ফিতরা কার্যক্রমের মাধ্যমে ধনী-দরিদ্রের সামাজিক ব্যবধান দূর হয়ে সমাজে সাম্যের শিক্ষা প্রতিষ্ঠিত হয়। ইফতারের মাধ্যমে ধনী-গরীব এক কাতারে আসে। স্বচ্ছল মানুষরা উপলব্ধি করতে পারে ক্ষুধার্ত মানুষের যন্ত্রণা। সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ আপনারাও দরিদ্রদের পাশে দাঁড়ান। ইসলামের সুমহান শিক্ষাকে বুকে ধারণ করে ক্ষুধামুক্ত সমাজ গড়ে তুলি।
মরহুম মো. ইসহাকের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
৬নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মরহুম মো. ইসহাকের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, তৃণমূলের কর্মীদের শ্রম-ঘামেই আওয়ামী লীগ জনগণের দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। মরহুম ইসহাক আওয়ামী লীগের একজন ত্যাগী নেতা ছিলেন। বর্তমানে যারা আওয়ামী লীগের মাঠ পর্যায়ে রাজনীতি করছেন তাদের জন্য মরহুম ইসহাক একজন স্মরণীয় ব্যক্তিত্ব। সভায় উপস্থিত ছিলেন পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক লায়ন এম আশরাফুল আলম, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক কফিল উদ্দিন, কাবেদুর রহমান কচি, মো. হোসেন, আনোয়ার হোসেন বাবুল, মঞ্জুর হোসেন, নুরুদ্দিন, দেলোয়ার হোসেন, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ আলমগীর, জসীম উদ্দীন খন্দকার, নেছার উদ্দিন, নাজমুল আহসান, ফরিদ উদ্দিনসহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।