বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

অসহায়-দরিদ্র মানুষের পাশে বিত্তবানদের দাঁড়ানোর আহ্বান সিটিমেয়রের

নিজস্ব প্রতিবেদক *

অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী

লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলালের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে  অসহায় ও দরিদ্র প্রায় দুই হাজার পরিবারের মাঝে ইফতার সমগ্রী বিতরণ করা হয়।bsrm

রবিবার (২৪মার্চ) বিকালে শহীদনগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে  অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এই ইফতার সামগ্রী বিতরণ করেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী । সে সময় তিনি বলেন, সমাজের নিম্ন আয়ের মানুষের অসহায়ত্বের কথা ভেবে ওয়ার্ড কাউন্সিলর বেলাল যে বদান্যতা দেখিয়েছেন তা প্রশংসার দাবিদার। সমাজের অসহায় দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের পাশে বিত্তবানদের দাঁড়ানোর আহ্বান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর আবদুস সালাম মাসুম, সংরক্ষিত  কাউন্সিলর আনজুমারা বেগম, আওয়ামী লীগ নেতা আমজাদ হাজারী, লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ দেলোয়ার হোসেন, মিজানুর রহমান, সন্ত বড়ুয়া, আনোয়ার হোসেন, বিশ্বজিৎ চৌধুরী, তপন সিং, সাধন সিং, আকবর আলী, আলমগীর, সাজ্জাদ প্রমুখ।

 ads din

সর্বশেষ

এই বিভাগের আরও