শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫

আত্মত্যাগ ও সিয়াম সাধনায় নিজেকে পরিশুদ্ধ করার মাস রমজান: মেয়র রেজাউল করিম

রোজাদারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী ও কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ৩৩নম্বর ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের উদ্যোগে ২য় দফায় এক হাজার  রোজাদারের মাঝে ইফতার বিতরণ আজ সোমবার সকাল ১১টায় এয়াকুব আলী দোভাষ বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের সভাপতিত্বে ও মহানগর যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্যানেল মেয়র ও বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য মনজুর আলম, মহানগর যুবলীগের সাবেক সদস্য খোরশেদ আলম রহমান, মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন আহমেদ, সদস্য আফসার উদ্দিন আহমেদ, মহানগর যুবলীগের সাবেক সদস্য তানভীর আহমেদ রিংকু, নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা তারাপদ দাশ, আবদুল মতিন প্রমুখ।

এতে আরো উপস্থিত ছিলেন ৩১নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সালাম মাসুম, ৩৪নম্বর ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর, সিজেকেএস কাউন্সিলর আবু জাহেদ, যুবলীগ নেতা জামাল উদ্দিন মাসুম, মো. তাজউদ্দিন, সামিউল হাসান রুমন, মহানগর ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক অসিউর রহমান, সদস্য সাফফাত বিন আমিন, আলাউদ্দিন বাপ্পী, নেজাম উদ্দিন রুবেল, মো. নিয়াজ, জমির উদ্দিন পারভেজ, রাশেদুল আলম, মো. জসিম, গোলজার হোসেন লাভলু, হুমায়ুন কবির রিকু, আমিনুল ইসলাম শাহেদ, শফিউল আলম জনি, আকবর আলী জনি, মো. সালাউদ্দিন, মো. জাবেদ, মো. তামজিদ, কোতোয়ালী থানা ছাত্রলীগের সভাপতি অনিন্দ্য দেব, আবু তৈয়ব মিজান, মো. সোহেল হক, শান্ত ঘোষ, মো. মুরাদ, মো. হারুন, ছাত্রনেতা সম্রাট, আসিফুল হক সিফাত, আতিকুর রহমান, মো. ফাহিম, আবদুল জুয়েল, অঞ্জন দাশ প্রমুখ।bsrm

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, আত্মত্যাগ ও সিয়াম সাধনায় নিজেকে পরিশুদ্ধ করার মাস রমজান। পবিত্র মাহে রমজান সমগ্র মুসলিম উম্মাহ’র জন্য শান্তি সমৃদ্ধি বয়ে আনে। রোজা এবং ইফতার সকল মানুষের ধনী-দরিদ্রের বৈষম্যমুক্ত থাকার শিক্ষা দেয়। মাহে রমজানের মূল শিক্ষা হচ্ছে আত্মত্যাগ ও সিয়াম সাধনার মধ্যে নিজের আখলাককে পরিশুদ্ধ করা। মেয়র সমাজের স্বচ্ছল মানুষদের অসহায় মানুষদের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।

শহীদ মহিম উদ্দীন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ১৫ নং বাগমনিরাম ওয়ার্ডে অবস্থিত মসজিদ মাদ্রাসার ইমাম মোয়াজ্জিন ও খাদেমদের সম্মানার্থে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার আমিরবাগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী, প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, নুরুল আবছার, মো. ইসমাইল, মো. জুয়েল, রাসেল বাবু।

মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অসমাপ্ত লড়াইয়ে নেতৃত্ব দিতে হবে শিক্ষার্থীদের: মেয়রads din

বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অসমাপ্ত লড়াইয়ে শিক্ষার্থীদের নেতৃত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। সোমবার রাবেয়া বসরী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান-২০২৪ এ  প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য  করেন তিনি।

ছাত্রদের মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে এগিয়ে যাওয়ার আহবান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, জঙ্গিবাদ, মৌলবাদ, সাম্প্রদায়িক চিন্তার বিপরীতে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অসমাপ্ত লড়াইয়ে নেতৃত্ব দিতে হবে। আজ যারা শিক্ষার্থী তারাইতো ভবিষ্যতে বিভিন্নভাবে নেতৃত্ব দিবে, তাই ছাত্রদের গড়তে হবে যুগোপযোগী উপায়ে।

“শিক্ষার্থীরা কেবল পড়লে হবেনা, তাদের হয়ে উঠতে হবে যোগ্য মানুষ। এজন্য প্রয়োজন সংস্কৃতিচর্চা। কারণ, সংস্কৃতিচর্চা উন্নত মনন গঠন করে, গড়ে তোলে আদর্শ মানুষ। আমাদের প্রত্যাশা বাংলাদেশে চলমান উন্নয়নের ধারা সংস্কৃতিবান মানুষদের নেতৃত্বে আরো বেগবান হবে বলে। বঙ্গবন্ধুর ক্ষুদামুক্ত-দারিদ্রমুক্ত বাংলাদেশের স্বপ্নপূরণ হবে শিক্ষার্থীদের হাত ধরে।”

অন্ষ্ঠুানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা একেএম বেলায়েত হোসেন, প্যানেল মেয়র গিয়াস উদ্দিনসহ বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা মেয়রের

৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী৷ আজ  সোমবার মেয়রের পক্ষে প্যানেল মেয়র আফরোজা কালাম আর্থিক সহায়তার চেক ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে হস্তান্তর করেন।

৩৮নম্বর ওয়ার্ডের চান্দার পাড়া মঙ্গল চান্দের বাড়িতে গত ৮ মার্চ দুপুরে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। এ ঘটনায় আবদুল মন্নান নামের এক ব্যক্তি নিহত হন ও তাদের ঘর আগুনে ভস্মীভূত হয়। এ দুর্ঘটনায় মেয়র শোক প্রকাশ করেন এবং প্যানেল মেয়র আফরোজা কালামের মাধ্যমে  নিহতের ছেলে মনির আহমদকে ২০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও