মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

ব্যতিক্রমধর্মী আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করলেন মনজুর আলম

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম ।bsrm

রবিবার (১৭ মার্চ ) বাদ আছর সাবেক মেয়র প্রতিষ্ঠিত মসজিদসমূহে দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে এইচ এম ভবন অডিটরিয়ামে ১০৫ জন এতিম শিশুকে দিয়ে খতমে কোরানে পাক, ১০৫ জন হাফেজ ও আলেম দিয়ে দোয়া মাহফিল ও মোনাজাত এবং এতিমদের সাথে নিয়ে ইফতার শেষে ১০৫জন এতিমদের নতুন ঈদবস্ত্র ও ঈদ বকশিস প্রদান করেন।

ইফতার পূর্ব অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম। সকালে তিনি শিক্ষক ও ছাত্রদের সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পমাল্য নিবেদন করেন। সকাল ১০টায় দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা মিলনায়তনে শিশু-কিশোরদের উৎসব অনুষ্ঠিত হয়। আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠিত ও পরিচালিত একটি কেজি স্কুল ও প্রাইমারী স্কুল ও হাইস্কুল সমূহে শত শত শিক্ষার্থী জাতীয় শিশু দিবসের উৎসবে যোগদান করেন। সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম শিশুদের উৎসবে উপস্থিত থেকে উৎসাহিত করেন। বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভায় সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম বলেন, জাতির পিতা, জাতীয় সংবিধান, জাতীয় পতাকা ও জাতীয় সংগীত প্রসঙ্গে দেশের কোনো নাগরিকের কোনো ধরনের মতপার্থক্য থাকা উচিত নয়। তিনি বঙ্গবন্ধু, মাটি, মানুষ ও দেশকে হৃদয়ে ধারণ করে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। এ সময় অন্যদের মধ্যে মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম, অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, সাবেক অধ্যক্ষ বাদশা আলম, প্রফেসর আবু ছগীর, কাজী মাহবুবুর রহমান, ফাতেমা জামান, লুৎফুন্নেছা, আব্দুস সাত্তার মজুমদার, মৌসুম দাশ ও জাকির হোসেন সহ অন্যরা আলোচনা করেন। ইফতার পূর্ব মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল মান্নান।

ads din

সর্বশেষ

এই বিভাগের আরও