শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫

দরিদ্র রোজাদারদের পাশে দাঁড়ানো মহান ইবাদত: মেয়র রেজাউল

নিজস্ব প্রতিবেদক *

 ইফতার সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো রেজাউল করিম চৌধুরী।

দরিদ্র রোজাদারদের ইফতার ও সেহেরি সামগ্রী প্রদানের মাধ্যমে ইসলামের সুমহান শিক্ষা বাস্তবায়ন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী ।bsrm

শনিবার (১৬ মার্চ) নগরীর সদরঘাটের ৭১ ক্লাবে পবিত্র রমজান মাস উপলক্ষে ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড কাউন্সিলর আবদুস সালাম মাসুমের উদ্যোগে ৮০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

মেয়র বলেন, রোজা মানে কেবল উপবাস থাকা নয়। ইসলাম রোজা রাখা বাধ্যতামূলক করেছে যাতে সমাজে যারা স্বচ্ছল তারা ক্ষুধাপিড়িত মানুষদের যন্ত্রণা উপলব্ধি করতে পারে। দরিদ্র রোজাদারদের পাশে দাঁড়ানো মহান ইবাদত। আসুন সবাই মিলে দরিদ্র রোজাদাররা যাতে ইফতার ও সেহেরির অভাবে রোজা রাখতে কষ্ট না পান সে বিষয়টি নিশ্চিত করি।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, মহানগর যুবলীগের সভাপতি মাহাবুবুল হক সুমন, মহিলা কাউন্সিলর নিলু নাগ, রুহল আমীন তপন, শওকত হোসাইন, মো. ইব্রাহীম, মো. আমির হোসেন, ফজলুল হক, আবদুল মতিন, কাঞ্চন চৌধুরী, মো. শফিউল আজম, মো. জাহেদ, মীর মোহম্মদ কায়সার, রঞ্জন চৌধুরী, শাহনেওয়াজ রাজীবসহ এলাকাবাসী।ads din

সর্বশেষ

এই বিভাগের আরও