
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম হযরত মনির উদ্দিন (র.) বিশিষ্ট খলিফা অধ্যক্ষ পীরে কামেল আল্লামা আহমদ হাসান (র.) এর মাজার কমপ্লেক্স নিমাণ করে দিচ্ছেন।
রবিবার (১০ মার্চ) আছর আনোয়ারা উপজেলাধীন উত্তর পারুয়া পাড়া, চুন্নাপাড়া তাঁর মাজার নির্মাণ কাজের ফলক উন্মোচন করা হয়। সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম ফলক উন্মোচন, পিলারে নির্মাণ সামগ্রী ঢেলে এবং মোনাজাতের মধ্য দিয়ে কামিল এ পীরের মাজার নির্মাণ কাজ শুভ উদ্বোধন করেন। সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের অর্থায়নে মাজার নির্মাণ করে দিচ্ছেন। এ উপলক্ষে মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সুধি সমাবেশে মনজুর আলম বলেন, আল্লাহ তায়ালা প্রিয় রাসূল হযরত মোহাম্মদ (সা.) এর নির্দেশিত পথেই আমার মানবকর্ম। তিনি বলেন, আল্লাহর প্রিয় বান্দা আল্লামা আহমদ হাছান (র.) মাজার নির্মাণের সুযোগ পাওয়াও আমি মনে করি আল্লাহর রহমত। তিনি বলেন, দুনিয়াবী ফায়দা হাসিলের জন্য আমাদের মানবসেবা নয়, আমাদের সকল সেবা পরকালের মঙ্গলের জন্য। সুধি সমাবেশে সভাপতিত্ব করেন আহমদ হাছান (র.) এর শাহাজাদা সালে আহমদ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আহম্মদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা অছিয়র রহমান। এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে হযরত আহমদ হাছান (র.) এর দ্বিতীয় শাহাজাদা হাফেজ নুরুচ্ছাফা, মাওলানা সৈয়্যদ ইউনুছ রজভী, সাবেক মেয়রের সুযোগ্য পুত্র এইচ এম স্টিলের পরিচালক মোহাম্মদ ফারুক আজম, বাদশা নুরুল ইসলাম, সিরাজুল মোস্তফা, মাওলানা রাশেদুল হক, মাওলানা জিয়াউল হক, মাওলানা মোহাম্মদ ইউনুছ, হাফেজ জসিম উদ্দিন সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
