আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি) ঐতিহাসিক ৭ মার্চ দিবস ২০২৪ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পরে আইআইইউসির কনফারেন্স হলে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসির উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ।
সভাপতির বক্তব্যে তিনি বলেন,বাঙালি ও বাংলাদেশের ইতিহাসে ৭ মার্চের ভাষণের তাৎপর্য অপরিসীম। বাংলাদেশের স্বাধীনতার মূল ঘোষণাটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চ ১৯৭১ এ দিনে দিয়েছিলেন। সেইদিন বঙ্গবন্ধু বাঙালির মুক্তির সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন, বাঙালির স্বাধীনতা সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন। সেই দৃপ্তকণ্ঠ ও উদ্ধত তর্জনীর ইশারায় জাতির পিতা সেদিন ১৮ মিনিটের ভাষণেই সাত কোটি বাঙালির মনের মাঝে সুপ্ত স্বাধীনতার স্বপ্নকে উদ্বেলিত করে স্বাধীনতা সংগ্রামের পথ নির্দেশনা দিয়েছিলেন।
আইআইইউসির উপ-উপাচার্য প্রফেসর ড. মছরুরুল মাওলার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন আইআইইউসির ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির।এই সময় আরও বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. জাহিদ হোসেন সিকদার।
পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন আইআইইউসির সিআরপির ডিরেক্টর জেনারেল প্রফেসর ড. মো. নাজমুল হক নদভী, আইকিউএসি এর ডিরেক্টর প্রফেসর ড. এম দেলোয়ার হোসেন,রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার এবং আইআইইউসির শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভা সঞ্চালনা করেন টিএমডির চেয়ারম্যান প্রফেসর ড. মাহি উদ্দিন।