শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪

পটিয়ায় শাহ মুছা কিস্তি (রহ:) ওরশ শরীফ সম্পন্ন

পটিয়া প্রতিনিধি*

bsrm

দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় হযরত শাহ মুছা কিস্তি (রহ:) এর পবিত্র বার্ষিক ওরশ শরীফ বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিনখাইন এলাকার শিল্পপতি এম এয়াকুব আলীর বাড়িতে হযরত শাহ মুছা কিস্তি (রহ:) ওরশ এন্তেজাম কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।

সারা দিনের কর্মসূচিতে প্রথম অধিবেশনে খতমে কোরআন, খতমে গাউছিয়া, খতমে খাজেগান, মিলাদ কিয়াম, দোয়া মোনাজাত পরে রাতে তবারুক বিতরণ করা হয় এবং ছেমা মাহফিলের আয়োজন করা হয়। ছেমা মাহফিলে ভান্ডারী গান পরিবেশন করেন আবদুল মান্নান ভান্ডারী।ads din

ওরশ শরীফ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পপতি এম এয়াকুব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া ডালিম। মোহাম্মদ আলী মেম্বার, হেলাল উদ্দিন, বেলাল উদ্দিন, খোরশেদ আলম মেম্বার, মনসুর আলম, আবদুল কুদ্দুস চৌধুরী, আমিনুল ইসলাম লিটন, ডাক্তার জাহাঙ্গীর আলম, ইউসুফ খান, হাসমত আলী, আবদুল আলীম, এস এম হুমায়ুন কবির, ইফতেখার আবেদীন চৌধুরী রুবেল, ডাক্তার রেজা প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে শিল্পপতি এম এয়াকুব আলী বলেন, বর্তমানে দেশ, জাতি ও মাযহাব নিয়ে নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে। এসবকে কেন্দ্র করে দলাদলি, হিংসা, অনৈক্যের সৃষ্টি হয়েছে আত্ন-অহমিকা, হিংসা, ক্রোধ, বিদ্বেষ

হানাহানি, অনৈতিক, অনৈসলামিক কার্যকলাপের দরুণ বর্তমানে বিশ্বে অস্থিরতা, যুদ্ধ, অশান্তি ছড়িয়ে পড়েছে। সকল ভেদাভেদ দূর করতে আউলিয়াদের জীবনাদর্শ অনুসরণের বিকল্প নেই।

সর্বশেষ

এই বিভাগের আরও