বুধবার, ১৯ মার্চ ২০২৫

চট্টগ্রামে দৈনিক দর্পণের দুযুগ পদার্পণ অনুষ্ঠান উদযাপন

নিজস্ব প্রতিবেদক *

bsrm

জাতীয় দৈনিক ভোরের দর্পণ ২৩ বছর পেরিয়ে ২৪ বছরে পদার্পণ উপলক্ষে সারাদেশের ন্যায় চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য  দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। গতকাল(৫ মার্চ) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে বর্ষপূতির এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।

দৈনিক ভোরের দর্পণ পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান আবু তাহেরের সভাপতিত্বে ও স্টাফ রিপোর্টার মো. পারভেজের সঞ্চালনায় এতে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর সদ্য সাবেক  জেলা গভর্নর লায়ন সামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ, চট্টগ্রাম ওয়াসার ডিএমডি ফাইন্যান্স লাল হোসাইন, উপসচিব নাজিম উদ্দিন, পিআইডি’র তথ্য অফিসার সাইফুল ইসলাম, ও শিপিং ব্যবসায়ী সামিদুল হক।

অধ্যক্ষ আবুল খায়ের এর কোরান তেলওয়াত ও সাংবাদিক নুরুদ্দিন সাগরের স্বাগত বক্তব্যে শুরু হওয়া এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্মসম্পাদক সবুর শুভ, চাটগাঁর বাণী’র প্রধান-সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী, মানবকণ্ঠের ব্যুরো প্রধান হাসান মুকুল, আমাদের নতুন সময়ের ব্যুরো প্রধান কামাল পারভেজ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য মির্জা ইমতিয়াজ শাওন, চট্টগ্রাম খবরের সিনিয়র রিপোর্টার ফারুক মুনির, রেলওয়ে জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এস এম পিন্টু, ক্লিক নিউজ সম্পাদক জালাল উদ্দিন সাগর, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু, লিও জেলার প্রাক্তন সভাপতিদের পক্ষে লায়ন বদিউর রহমান, দৈনিক দেশ বাংলার বিভাগীয় ব্যুরো প্রধান সোহাগ আরেফিন, আনোয়ারা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।ads din

এতে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন আরফাত রহমান কোকো পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহী, সিনিয়র সাংবাদিক কামরুল হুদা, দৈনিক সমকালের সুজিত দাশ, নজরুল ইসলাম, মানবকন্ঠের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলী, এশিয়ান এস পত্রিকার সিনিয়র রিপোর্টার বশির আল মামুন, দৈনিক নতুন সময় ও একাত্তর সংবাদ ২৪ ডট কম’র চট্টগ্রাম জেলা প্রতিনিধি মো. ইসমাইল ইমন, ভোরের পাতা পত্রিকার স্টাফ রিপোর্টার এস এম কাউছার, দৈনিক বর্তমান কথা’র গোলাম সরওয়ার, দৈনিক চিত্র ব্যুরো প্রধান জাহেদ কায়সার, দৈনিক তৃতীয় মাত্রার স্টাফ রিপোর্টার আবদুস সাত্তার রানা, রাজিব সেন প্রিন্স, ওসমান জাহাঙ্গীর, মুজিব উল্ল্যা তুষার, এম আর আমিন, শমীর পাল প্রমুখ।

অনুষ্ঠানে ভোরের দর্পণ পত্রিকার উপজেলা প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন সীতাকুণ্ড প্রতিনিধি কামরুল ইসলাম দুলু। এছাড়া জোনায়েদ হোসেন, সনজয় সেন, কামরুল ইসলাম মোস্তফা, মো. শোয়াইব, শিব্বির আহমদ রানা, শাহেদ হোসেন ছোটনসহ বিভিন্ন গণমাধ্যমের প্রায় দুই শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। এতে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা দেশের নানান সমস্যাসহ সংবাদপত্র ও সাংবাদিকতার বিরাজমান প্রতিকূল পরিবেশের চিত্র তুলে ধরেন। বিশেষকরে সাংবাদিকনেতা নাজিম উদ্দিন শ্যামলের বাস্তবধর্মী বক্তৃতা সকলকে দারুণভাবে নাড়া দেয়।

 

 

 

সর্বশেষ

এই বিভাগের আরও