সীতাকুণ্ড প্রতিনিধি *
বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামের সীতাকুণ্ডে দৈনিক সময়ের আলোর ৫বছরপূর্তি উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার (২মার্চ) বিকেলে সীতাকুণ্ডের স্থানীয় রেস্টুরেন্ট রাজবাড়ী মিলনায়তনে এ আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
সীতাকুণ্ড প্রতিনিধি শেখ মেজবাহ উদ্দীন খালেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও উত্তর জেলা শ্রমিক লীগের মহিলা সম্পাদিকা শামীমা আক্তার লাভলী।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মোহনা টেলিভিশনের প্রতিনিধি কবির শাহ্ দুলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক মামুনুর রশিদ মাহিন, ব্যবসায়ী মোহাম্মদ সালাউদ্দিন, জাহাঙ্গীর, হেলাল, ওয়ার্ড যুবলীগ সভাপতি জসিম উদ্দিন, সীতাকুণ্ড মডেল থানার এসআই মুন, এসআই রকিব, এএসআই রফিক, এএসআই রাকিব প্রমুখ।
এসময় বক্তারা বলেন, অল্প সময়ের মধ্যে সময়ের আলো পাঠকদের মনে তার নিজস্ব স্থান তৈরি করে নিয়েছে। এ কারণেই সার্কুলেশনের দিক থেকে তারা ডিএফপি তালিকার উপরের দিক চলে এসেছে। সময়ের আলো আরো ভালো করবে এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে অগনিত মানুষের মন জয় করবে।