বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

শহিদবেদিতে রোটারি ক্লাব চিটাগং ইস্ট এর শ্রদ্ধানিবেদন

রোটারি ক্লাব অব চিটাগং ইস্ট এর সভাপতিসহ সদস্যরা একুশের সকালে দামপাড়াস্থ পুলিশ লাইন শহিদমিনারে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করেন।।অতঃপর ৮৯৯তম পাক্ষিক সভা করার প্রাক্কালে ২১  ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গৌরব ধরে রাখার ব্যাপারে পারিবারিক চর্চা বাড়ানোর কথা বলেন। মায়ের এই মধুর ভাষার অপব্যবহার রোধে সবাইকে কাজ করার আহবান জানান। বক্তব্য রাখেন প্রেসিডেন্ট রোটারিয়ান নাসিমা আখতার,পাস্ট প্রেসিডেন্ট কামরুল ইসলাম, পাস্ট প্রেসিডেন্ট কর্নেল (অব) জয়নুর রশীদ, পাস্ট প্রেসিডেন্ট হাসিনা আক্তার,পাস্ট প্রেসিডেন্ট রাকিবুল ইসলাম,পাস্ট প্রেসিডেন্ট শহিদুল্লাহ,পাস্ট প্রেসিডেন্ট জয়দেব চন্দ্র দাস, রোটারিয়ান নিলুফা, রোটারিয়ান সাকিব, রোটারিয়ান ফয়সাল এবং অন্যান্য অতিথিবৃন্দ।bsrm

পাস্ট প্রেসিডেন্ট রাকিবুল ইসলামের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার  মুলতবী ঘোষণা করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও