শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪

একুশের প্রথম প্রহরে চট্টগ্রামে শহীদদের স্মরণ

নিজস্ব প্রতিবেদক *

bsrm

১২টা বাজতেই বিউগলে বেজে উঠলো আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। শহীদদের শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রীয় সালাম। এরপর মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শ্রদ্ধার্ঘ্য অর্পণের আনুষ্ঠানিকতা শুরু।

শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরুতে শ্রদ্ধা নিবেদন করেন  চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

এরপর চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে একে একে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।ads din

বুধবার (২১ ফেব্রুয়ারি) অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে চট্টগ্রাম মিউনিসিপ্যাল হাইস্কুল প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।

তাদের পরে আওয়ামী লীগ, বিভিন্ন অঙ্গসংগঠন, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

সর্বশেষ

এই বিভাগের আরও