শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫

মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের পুরস্কার বিতরণ সম্পন্ন

মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজে পুরস্কার বিতরণ করছেন তাহের গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব এম. এ তাহের।

উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও তাহের গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব এম. এ তাহের।bsrm

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সমাজসেবক নেছার আহম্মদ, সাবেক অধ্যক্ষ বাদশা আলম, উপাধ্যক্ষ মাহফুজুর রহমান চৌধুরী, অধ্যাপক আবু ছগীর, কাজী মাহবুবুর রহমান, লায়লা নাজনীন রব, বিকাশ কুমার মজুমদার ও অসীম চক্রবর্ত্তীসহ অন্যরা। পুরস্কার বিতরণকালে প্রধান অতিথি এম.এ তাহের বলেন, শিক্ষার্থীদের প্রতিনিয়ত খেলাধুলার চর্চা, শিক্ষা অর্জন ও চরিত্র গঠনে মনোনিবেশ করতে হবে।

ভাষা দিবসে শহীদের প্রতি সাবেক মেয়র  মনজুর আলম এর শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম মহান একুশের শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক বিবৃতি প্রদান করছেন। বিবৃতিতে তিনি ১৯৫২ সালের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, এ ভাষা আন্দোলনের পথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালীর স্বাধীনতার বীজ বপন করেন। বঙ্গবন্ধু জাতিকে দিয়েছেন ভাষার অধিকার ও স্বাধীনতা। তাঁরই কন্যা শেখ হাসিনার হাত ধরে এসেছে একুশে ফেব্রুয়ারির আন্তর্জাতিক স্বীকৃতি। তিনি ভাষা দিবসে  সকলকে ঐক্যবদ্ধ হয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আহবান জানান।ads din

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম

 

সর্বশেষ

এই বিভাগের আরও