বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

বিএনসিসি ১৩ ব্যাটেলিয়ানে শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী হিসেবে পুরস্কৃত হলেন তৃষ্ণা

নিজস্ব প্রতিবেদক *

bsrm

বিএনসিসি ১৩ ব্যাটেলিয়ান ক্যাম্পে চট্টগ্রামের শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী হিসেবে পুরস্কৃত হলেন ওমরগনি এমইএস কলেজের একাদশ শ্রেণীর মেধাবী মুখ তৃষ্ণা রাণী নাথ।

সম্প্রতি সপ্তাহকালব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা শেষে  বিএনসিসি ১৩ ব্যাটেলিয়ান ক্যাম্পে সঙ্গীত পরিবেশনে বিশেষ অবদান রাখায় ক্যাম্পের ঊর্ধ্বতন কতৃর্পক্ষ ও শিক্ষকমণ্ডলীর কাছ থেকে পুরস্কৃত হন মেধাবী মুখ তৃষ্ণা রাণী নাথ।

এই প্রতিভাবান সংগীতশিল্পী চট্টগ্রামের সিইপিজেড এলাকায় অবস্থিত শ্রী শ্রী কৃষ্ণ মন্দির থেকে সংগীতে প্রশিক্ষণ নিয়েছেন। বন্দরনগরী চট্টগ্রামের দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় থেকে তৃষ্ণা গতবছর এসএসসি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়ে বর্তমানে ওমরগনি এমইএস কলেজের  একাদশ শ্রেণীর প্রথম বর্ষে অধ্যায়নরত ।ads din

উল্লেখ্য যে, তৃষ্ণা রাণী দেবনাথ দৈনিক আজকালের দর্পণ গ্রুপের চেয়ারম্যান ও জে বাংলা নিউজ২৪.কম এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জীবন কৃষ্ণ দেবনাথের একমাত্র কন্যা।  তৃষ্ণা রাণী নাথ এব বাড়ি চট্টগ্রামের মীরসরাইয়ে।

সর্বশেষ

এই বিভাগের আরও