বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

মেধাবিকাশের ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখছে একুশে গ্রন্থমেলাঃ এম এ মালেক

নিজস্ব প্রতিবেদক *

একুশে বই মেলায় বক্তব্য রাখছেন আজাদী সম্পাদক এম এ মালেক

দেশে যত রকমের মেলা হয়, সেগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বইমেলা বইমেলায় গিয়ে আমরা খুব সহজেই সংগ্রহ করতে পারি ভালো ভালো বই। অমর একুশে গ্রন্থমেলা আমাদের মেধাবিকাশের ক্ষেত্রে রাখছে অনন্য ভূমিকা। বাঙালির ভাষা, সংস্কৃতি বোধ ও ঐতিহ্য হলো অমর একুশে বইমেলার ভিত্তি। প্রাচীন এতিহ্য ধারণ করে এ মেলাকে ঘিরেই বাঙালি জাতির সাহিত্য ও বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটছে  বলে মন্তব্য করেছেন  একুশে পদকপ্রাপ্ত গুণীজন দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম এ মালেক।bsrm

আজ সোমবার  বিকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে সৃজনশীল প্রকাশনা পরিষদ ও নাগরিক সমাজের সহযোগিতায় অমর একুশে বই মেলা মঞ্চে গণমাধ্যম সম্মিলনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও  বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার  ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মানে প্রয়োজন স্মার্ট নাগরিক। আার স্মার্ট নাগরিক হতে হলে আমাদের বেশি বই পড়তে হবে। তিনি বলেন, গণমাধ্যম হচ্ছে সত্যের ধারক ও বাহক।  জীবনের ঝুঁকি নিয়ে গণমাধ্যম কর্মীরা বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ ও পরিবেশন করেন। বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। প্রসঙ্গক্রমে তিনি বলেন,  ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষার দাবিতে আন্দোলন করতে গিয়ে ঢাকার রাজপথ শহীদদের রক্তে রঞ্জিত হয়েছিল তখন দৈনিক আজাদীতে কবি মাহবুবুল আলমের “কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি” কবিতা প্রকাশ করে তৎকালীন পাকিস্তানি স্বৈরাচারী সরকারের নির্যাতনের স্বীকার হয়।  তি বলেন, গণমাধ্যম সমাজ ও রাষ্ট্রের ভালো-মন্দ তুলে ধরে যেমন সমালোচনা ও জবাবদিহিতার পরিবেশ তৈরি করে ঠিক তেমন ইতিহাস ও ঐতিহ্য বিশ্বব্যাপী প্রচার ও প্রকাশ করে থাকে।

এম এ মালেক বলেন,  স্যোশাল মিডিয়া আসার পর থেকে গণমাধ্যমের ধারণা আরো বিস্তৃত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেরও নির্ভরযোগ্য তথ্যের উৎস হিসেবে কাজ করছে মূলধারার মিডিয়ার পেজগুলো এবং এসব মিডিয়া কার্যক্রম বেশ জনপ্রিয়তাও পাচ্ছে।  শত-শত  ভাষার যে কোনো তথ্য পৌঁছে দিচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে। মানব সভ্যতার এই গুরুত্বপূর্ণ উপাদান গণমাধ্যমকে তাই আরও বেশি শক্তিশালী ও সার্বজনীন করা প্রয়োজন।

দৈনিক সুপ্রভাত বাংলাদেশ এর সম্পাদক রুশো মাহমুদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বই মেলা কমিটির আহবায়ক কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু।ads din

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক আবু সুফিয়ান,চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক।  এসময় মঞ্চে উপস্থিত ছিলেন বই মেলার সমন্বয়ক ও চসিক উপ-সচিব আশেক রসুল চৌধুরী টিপু।

আলোচনা সভা শেষে রুমিলা বড়ুয়ার সঞ্চালনায়  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন রেওয়াজ সঙ্গীত নিকতন,মাধুরি নৃত্য  কলা একাডেমি, নৃত্য নিকেতন, বেতার ও টিভি শিল্পী জলি মুখার্জি, শুক্লা পাল কণিকা,রিমি সিনহা ও মুন্নী আকতার।

আগামীকাল মঙ্গলবার বিকালে অমর একুশে বই মেলা মঞ্চে চাটগাঁইয়া উৎসব অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড.ইফতেখার উদ্দীন চৌধুরী।

 

 

সর্বশেষ

এই বিভাগের আরও