নিজস্ব প্রতিবেদক *
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট পরিচালিত জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের কর্মকর্তা, কর্মচারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম।
জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো. আসলাম খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য রাইসুল ইসলাম চৌধুরী এমিল, হাসান মুরাদ বিপ্লব, ইসমাইল হক চৌধুরী ফয়সাল, শাহাদাত হোসেন চৌধুরী রুমেল, হাসপাতালের ইনচার্জ আবদুল মান্নান সহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এটিএম পেয়ারুল ইসলাম বলেন, দুর্যোগের সচেতনতায় দুর্যোগ মহড়া অপরিহার্য। মহড়া মানুষকে প্রশিক্ষিত সচেতনতার প্রথম ধাপ।